• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    এরপর কী করবেন জানেন না ওয়েঙ্গার

    এরপর কী করবেন জানেন না ওয়েঙ্গার    

    আর্সেনালে ২২ বছর কাটানোর পর বিদায় বলেছেন আর্সেন ওয়েঙ্গার। তবে বিদায় বলার সিদ্ধান্তটা নিজের নয় বলে জানিয়েছেন তিনি। আর্সেনালে না থাকলেও ফুটবলের সঙ্গেই থাকতে চান। নতুন কোনো ক্লাবের সঙ্গে  নিশ্চিতভাবেই তাকে দেখা যাবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

    আগামীকাল ইউরোপা লিগের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে নামবে আর্সেনাল। গানারদের হয়ে ইউরোপিয়ান ফুটবলে ঘরের মাঠে এটাই ওয়েঙ্গারের শেষ ম্যাচ। পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারার যোগ্যতাও নির্ভর করছে ইউরোপা লিগের ওপর। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনেই এসব জানিয়েছেন  ওয়েঙ্গার।

    আর্সেনালের সঙ্গে ২০১৯ পর্যন্ত  চুক্তি ছিল ওয়েঙ্গারের। এক বছর আগেই বিদায় নেওয়ার ব্যাপারে তিনি জানিয়েছেন, “এই সিদ্ধান্তটা নেওয়ার সময়টা আসলে আমার নেওয়া নয়,  আর বাকি ব্যাপারগুলো নিয়ে আগেই কথা বলেছি।” এরপর এই বিষয়ে আর কথা না বাড়ালেও ওয়েঙ্গারের কথায় ছিল আক্ষেপের সুর। চুক্তির পুরো সময়টাই ক্লাবে থাকতে চেয়েছিলেন সেটাও বোঝা গেল তার কথায়।

    তাহলে এরপর কোথায় যাচ্ছেন ওয়েঙ্গার? সেই প্রশ্নের জবাব তিনি নিজেও জানেন না। আগে শেষ করতে চান আর্সেনাল অধ্যায়। কিন্তু নতুন কোথাও যাবেন সেটা নিশ্চিত করেই বলেছেন, তবে সেটা অবশ্যই চুক্তি শেষ হওয়ার পর, “সত্যি বলতে আমি নিজেও জানিনা আমি কি করব। আমি কি বিশ্রামে যাব? না, এটা নিশ্চিত যে আমি কাজ চালিয়ে যাব। আমার সেরাটা দেওয়াই আমার সবচেয়ে গর্বের ব্যাপার। চুক্তির শেষদিন পর্যন্তও আমি সেটাই করে যাব।”