• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    "পার্থক্য গড়ে দিয়েছেন আসেনসিওই"

    "পার্থক্য গড়ে দিয়েছেন আসেনসিওই"    

    একাদশে ছিলেন না। বেঞ্চে বসেই দেখেছেন প্রথমার্ধে দলের পিছিয়ে যাওয়া। মার্কো আসেনসিও যে মাঠে নামার জন্য ছটফট করছিলেন, তা বলাই বাহুল্য! দ্বিতীয়ার্ধেই পেলেন সুযোগ, ইস্কোর বদলি হিসেবে নেমে পাল্টে দিলেন ম্যাচের গতিপথ। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সেই বায়ার্ন মিউনিখদের তাদের মাথেই ২-১ গোলে হারিয়ে এসেছে রিয়াল। ম্যাচ শেষে রিয়াল কোচ জিদান তাই স্বীকার করে নিলেন, আসেনসিওই দুই দলের পার্থক্য গড়ে দিয়েছেন।

     

     

    ‘সুপার সাব’ আসেনসিওতে মুগ্ধ জিজু, ‘সেই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। এটা আসলে তাঁর জন্য নতুন কিছু নয়। সে দলে গতি আনে। মাঠে নামলেই সে নিজের উপস্থিতি জানান দেয়। আমি তাঁর ওপরে দারুণ খুশি। আমার মনে হয় দলের অন্যদেরও একই অভিমত।’

    শুরুতে পিছিয়ে পরে খানিকটা চিন্তায় পড়ে গিয়েছিলেন জিদান, ‘শুরুতে আমরা ভালোই ভুগেছি। তবে শেষ পর্যন্ত সে ফলাফলটা আমাদের পক্ষে গেছে এটাই আসল ব্যাপার। চ্যাম্পিয়নস লিগের এরকম ম্যাচে আসলে পরীক্ষায় পরতে হবেই। কিছু ইনজুরি সমস্যাও যোগ হয়েছে। ঘরের মাঠে এখন বাকি কাজটা শেষ করতে চাই।’