রোনালদোর রেকর্ডের রাতে রিয়ালের ১৫০
গোল পাননি, অ্যাসিস্টও করেনি। বায়ার্ন মিউনিখের বিপক্ষে কাল ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন অনেকটাই নিষ্প্রভ। তবে সেমির প্রথম লেগে শেষ পর্যন্ত রেকর্ড গড়েই মাঠ ছেড়েছেন সি আর সেভেন। রিয়াল মাদ্রিদের এই জয়ে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি জয় পাওয়া ফুটবলার এখন রোনালদোই।
৯৫ ম্যাচ জিতে রিয়ালের ইকার ক্যাসিয়াসের সাথে যৌথভাবে তালিকার শীর্ষে ছিলেন। বায়ার্নের বিপক্ষে ২-১ গোলের জয়ে উঠে গেছেন সবার ওপরে। ৯৬ ম্যাচ যেটা রোনালদোর সামনে হাতছানি দিচ্ছে প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে ১০০ জয়ের মাইলফলকও।
রোনালদোর রেকর্ডের রাতে রিয়ালও ছুঁয়েছে একটি মাইলফলক। চ্যাম্পিয়নস লিগে প্রথম দল হিসেবে ১৫০তম জয়ের দেখা পেয়েছে জিনেদিন জিদানের দল। তাদের পরেই আছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা, কাতালানদের জয় ১৩৮ ম্যাচে। ১২৮ জয় নিয়ে তৃতীয় স্থানে আছে বায়ার্ন মিউনিখ।