সব সদস্যই পাচ্ছে টি-টোয়েন্টি স্ট্যাটাস, 'বিদায়' চ্যাম্পিয়নস ট্রফি
ক্রিকেটের প্রসারে টি-টোয়েন্টিই সবচেয়ে বড় হাতিয়ার, এ কথা অনেকেরই। আইসিসির চিন্তা-ভাবনাও তেমনই। এরই পথ ধরে সব সদস্যকে টি-টোয়েন্টি স্ট্যাটাস দেওয়া সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ফলে সদস্য দেশগুলোর মাঝে সব টি-টোয়েন্টি ম্যাচই এখন পাবে আন্তর্জাতিক মর্যাদা। বৈশ্বিক একটা র্যাঙ্কিং পদ্ধতিও চালু করছে আইসিসি। কলকাতায় আইসিসির বোর্ড মিটিং শেষে জানানো হয়েছে এমন। সঙ্গে বদল আসছে ফিউচার ট্যুর প্রোগ্রাম, এফটিপির বৈশ্বিক ইভেন্টেও। চ্যাম্পিয়নস ট্রফিকে বিদায়ই বলতে হচ্ছে তাই।
টি-টোয়েন্টির স্ট্যাটাস
১ জুলাই, ২০১৮ থেকেই সব মেয়ে দলকে টি-টোয়েন্টি স্ট্যাটাস দেওয়া হবে, পুরুষ দলরা পাবে ২০১৯ সালের ১ জানুয়ারি। ২০২০ সালের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির বাছাইপর্বের কাট-অফ তারিখের পরই তারা পাবে এই মর্যাদা। মেয়েদের র্যাঙ্কিং শুরু হবে ২০১৮ সালের অক্টোবরে, ছেলেদের শুরু হবে ২০১৯ সালের মে মাসে।
বিদায় চ্যাম্পিয়নস ট্রফি?
২০১৯-২০২৩ সালের এফটিপিতে সমঝোতা স্বাক্ষর করেছে আইসিসির সদস্য দেশগুলো। এফটিপিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে, আর ২০২১ সালের চ্যাম্পিয়নস ট্রফির বদলে হবে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি। ফলে ২০২০ এর পরের বছরই আবার বসবে টি-টোয়েন্টির বৈশ্বিক আসর।
এফটিপির বৈশ্বিক টুর্নামেন্ট
বিশ্বকাপ- ২০১৯, ২০২৩
ওয়ার্ল্ড টি-টোয়েন্টি- ২০২০, ২০২১
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল- ২০২১, ২০২৩
টেস্ট চ্যাম্পিয়নশিপ
সাইকেল ১- ২০১৯-২০২১
সাইকেল ২- ২০২১-২০২৩
বিশ্বকাপ বাছাই লিগ- ২০২০-২০২২
ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ‘লাগাম’?
টি-টোয়েন্টি লিগের সংখ্যা দিনদিন বাড়ছেই বিশ্বজুড়ে। ফলে এসবের স্বীকৃতির জন্যও আইসিসির কাছে অনুরোধ আসছে অনেক। এ নিয়ে বোর্ডগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে, ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ও ক্রিকেটারদের ছাড়পত্র নিয়ে। বৈশ্বিকভাবে ঘরোয়া লিগগুলো দরকারি হলেও আন্তর্জাতিক ক্রিকেটকেই প্রধান আকর্ষণ হিসেবে রাখতে চায় আইসিসি। এ কারণে, একটা গ্রুপকে এসব বিষয়ে পরামর্শ দিতে বলেছে আইসিসি, যারা রিপোর্ট করবে এ বছরের শেষে।