• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ইব্রাকে বিশ্বকাপে ফেরাচ্ছে না সুইডেন

    ইব্রাকে বিশ্বকাপে ফেরাচ্ছে না সুইডেন    

    সুইডেন বিশ্বকাপ খেলবেন অথচ সেখানে ইব্রাহিমোভিচ থাকবে না তাও কী হয়? ইতালিকে হারিয়ে সুইডেন বিশ্বকাপ নিশ্চিত করার পরেই ধুয়া উঠেছিল, ইব্রা বোধ হয় আবার ফিরলেও ফিরতে পারেন। নিজেও সেরকম ইচ্ছা জানিয়েছেন, প্রচারমাধ্যমগুলো জানিয়েছিল মাস কয়েক ধরেই। কিন্তু সেরকম কিছু আর হচ্ছে না। সুইডেন ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, বিশ্বকাপে থাকছেন না ইব্রা।

    দুই বছর আগেই ইউরো শেষে সুইডেন থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইব্রা। এরপর দুই বছর পেরিয়ে গেছে, তাঁকে ছাড়াই বিশ্বকাপে চলে গেছে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। ইব্রা নিজেও বার কয়েক আভাস দিয়েছিলেন, বিশ্বকাপে ফেরার ইচ্ছা আছে তাঁর। কিন্তু সুইডিশ ফুটবল ফেডারেশনের বার্তা বলছে, ইব্রা নিজেই প্রস্তাবটা নাকচ করে দিয়েছেন, ‘ইব্রাহিমোভিচ আগেই বলেছে জাতীয় দলের হয়ে তিনি আর খেলবেন না। সিদ্ধান্তটা বদলাননি তিনি।’

    ফেডারেশনের লার্স রিখট নিজে বলেছেন, ‘আমি নিজে ওর সঙ্গে কথা বলেছি। সে আসলেই নিজের মন বদলায়নি। সেজন্য ১৫ মে কোচ জ্যান অ্যান্ডারসন বিশ্বকাপের যে দল ঘোষণা করবেন, সেখানে ইব্রা থাকবেন না। ’

    ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে সুইডেনের জার্সি গায়ে খেলেছেন ইব্রা। কিছুদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার এলএ গ্যালাক্সিতে পাড়ি জমিয়েছেন ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার।