• লা লিগা
  • " />

     

    সংখ্যায় সংখ্যায় ইনিয়েস্তার বার্সা অধ্যায়

    সংখ্যায় সংখ্যায় ইনিয়েস্তার বার্সা অধ্যায়    

    ২২ বছর, ৩৩ ট্রফি (যা কালই হয়ে যেতে পারে ৩৪), হাজারো স্মৃতি। আন্দ্রেস ইনিয়েস্তা যেন বার্সেলোনার মাঝমাঠের প্রতীক। কিন্তু সবকিছুরই তো শেষ আছে! শেষ হলো বার্সার ইনিয়েস্তা অধ্যায়েরও। এই মৌসুম শেষেই কাতালান ক্লাবকে বিদায় বলার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন কাল। বার্সার হয়ে বর্ণিল ক্যারিয়ারের শেষটা তাই ঘনিয়ে আসছে প্রতি মুহূর্তেই।

    ১৫ মৌসুমে বার্সেলোনার হয়ে ৮ বার লা লিগা জিতেছেন ইনিয়েস্তা। দেপোর্তিভো লা করুণার বিপক্ষে কালকেই নিশ্চিত হয়ে যেতে পারে ৯ম লিগ শিরোপা।

    ব্যালন ডি অর না জিতলেও ৯ বার ফিফার সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। ইনিয়েস্তার চেয়ে বেশিবার এই দলে জায়গা পেয়েছে শুধু লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো (১১বার)।

     

     

    লা লিগায় ৯ জন ভিন্ন ভিন্ন কোচের অধীনে খেলেছেন তিনি। এর মাঝে ফ্র্যাঙ্ক রাইকার্ডের অধীনে সবচেয়ে বেশি ১৪৯ ম্যাচ খেলেছেন।  

    ১৮

    বার্সেলোনার হয়ে ইনিয়েস্তার অভিষেক হয় ২০০২ সালের ২৯ অক্টোবর। তখন তার বয়স ছিল ১৮ বছর ১৭০ দিন।

    ৩৫

    লা লিগায় ইনিয়েস্তার গোলসংখ্যা ৩৫।

    ৬৯

    লা লিগায় এখন পর্যন্ত ৬৯টি অ্যাসিস্ট করেছেন ইনিয়েস্তা। ২০১২-১৩ মৌসুমে সর্বোচ্চ ১৬টি অ্যাসিস্ট এসেছিল তার পা থেকে। সেবার ইউরোপের শীর্ষ লিগে অ্যাসিস্টের দিক দিয়ে সবার ওপরে ছিলেন তিনিই।

    ৬৬৯

    এখন পর্যন্ত সব টুর্নামেন্ট মিলিয়ে বার্সেলোনার হয়ে ৬৬৯ বার মাঠে নেমেছেন। জাভির (৭৬৭ ম্যাচ) পর তিনি বার্সার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। এর মাঝে ৪৫৬ বারই জয়ী হয়েছে, জয়ের হার ৬৮.২ শতাংশ।