রিয়াল ছাড়ছেন মায়োরাল?
তিন বছর আগে রিয়াল মাদ্রিদের ‘বি’ দল থেকে মূল দলে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমাদের ভিড়ে কখনোই মূল একাদশে থিতু হতে পারেননি বোর্জা মায়োরাল। সুযোগ পেয়ে কাল লেগানেসের বিপক্ষে ২-১ গোলের জয়ে পেয়েছেন গোল। নিয়মিত ম্যাচ খেলতে না পারার হতাশায় মায়োরাল বলছেন, মৌসুম শেষে রিয়ালকে বিদায় বলা ছাড়া তার সামনে আর রাস্তা খোলা নেই।
পুরো মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে খেলেছেন মাত্র ২১ ম্যাচ। মাঠে কাটিয়েছেন ১০০০ মিনিটেরও কম! ২১ বছর বয়সী মায়োরাল তাই দ্রুতই রিয়াল ছাড়তে চাইছেন, ‘নিয়মিত ম্যাচ খেলতে হলে এই মৌসুম শেষে রিয়াল ছেড়ে অন্য কোথাও যেতেই হবে। দুই বছরের বেশি সময় হয়ে গেল, যেটুক খেলার দরকার সেই সুযোগটাও পাইনি। আমার বয়স কম, আরও বেশি বেশি ম্যাচ খেলা দরকার।’
মৌসুমের ষষ্ঠ গোলের দেখা পেয়েছেন কাল। তবে গোল করেও খুব একটা খুশি নন মায়োরাল, ‘আসলে গোল করে বুঝতে পারছিলাম না উদযাপন করব কিনা! দলে সুযোগ পাওয়ার জন্য সবসময়ই কঠোর পরিশ্রম করি। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কোচেরই। এটাকে আমি সম্মান করি। মৌসুমের অল্প কিছু ম্যাচ বাকি আছে। এরপর কী হবে সেটা জানি না।’