• সিরি আ
  • " />

     

    "চ্যাম্পিয়ন হতে হলে শেষ ৩ ম্যাচেই জিততে হবে জুভেন্টাসকে"

    "চ্যাম্পিয়ন হতে হলে শেষ ৩ ম্যাচেই জিততে হবে জুভেন্টাসকে"    

    পয়েন্ট খোয়ানো তখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল। লিগের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে পা হড়কালেই শিরোপা দৌড়ে পিছিয়ে পড়তে পারত জুভেন্টাস। শেষ পর্যন্ত অবশ্য দুর্দান্তভাবে ঘুরে দাড়িয়ে ৩-২ এ ইন্টার মিলানকে হারিয়েছে তুরিনের ওল্ড লেডিরা। কোচ মাসিমিলানো আলেগ্রি বলছেন, শেষ ৩ ম্যাচের একটিতে হারলেও চ্যাম্পিয়ন হতে পারবে না জুভেন্টাস।

    বোলগনা, রোমা, ভেরোনা; জুভেন্টাসের শেষ ৩ ম্যাচের প্রতিপক্ষ। এক রোমা ছাড়া অন্যদের নিয়ে ভাবার খুব বেশি কারণ নেই জুভেন্টাসের। তবে শিরোপা দৌড়ে প্রতিদ্বন্দ্বী যেহেতু নাপোলি, তাই সব ম্যাচকেই সমান গুরুত্বের সাথে দেখছেন আলেগ্রি, ‘আমাদের সব ম্যাচ জিততে হবে। কারণ ঐদিকে নাপোলিও তাদের সব ম্যাচ জিতবে। প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ, একবারও পয়েন্ট হারানো যাবে না। দুই দলই কাছাকাছি অবস্থা আছে, শেষ ম্যাচ পর্যন্ত লড়াইটা হবে। তবে আমরা ৩ ম্যাচ জিতেই চ্যাম্পিয়ন হবো।’

    সান সিরোতে ইন্টারকে হারিয়ে আসা সহজ ছিল না বলেই স্বীকার করছেন আলেগ্রি, ‘১৫ মিনিট পরেই তারা ১০ জনের দলে পরিণত হলেও পুরো ম্যাচেই দারুণ লড়াই হয়েছে। ৮০ হাজার দর্শকের সামনে এমন জয় পাওয়াটা এক কথায় দুর্দান্ত। এই ম্যাচে ইতালিয়ান ফুটবলই জিতেছে। সৌভাগ্যবশত আমরাও জিতেছি!’