• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    রেকর্ড গড়েই চলেছে সিটি

    রেকর্ড গড়েই চলেছে সিটি    

    ওয়েস্টহামের সঙ্গে ম্যাচের আগে প্রিমিয়ার লিগের এ মৌসুমে ৩৪ ম্যাচে ম্যানচেস্টার সিটির গোল ছিল ৯৮টি। লন্ডন স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটেই সেই সংখ্যাটা আজ ৯৯-এ নিয়ে গেলেন লিরয় সানে। পরে ওয়েস্টহামের দেওয়া আত্মঘাতী গোলে পূর্ণ হলো সেঞ্চুরি। সাবেক ম্যানচেস্টার সিটি কিংবদন্তীর হাত ধরেই এসেছে সিটির শততম গোল। ২৭ মিনিটে নিজের জালে বল ঢুকিয়ে সিটিকে দুই গোলে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন পাবলো জাবালেতা। প্রিমিয়ার লিগে সিটি বাদে আরও দুই দলের শত গোলের রেকর্ড থাকলেও সবচেয়ে কম ম্যাচ খেলে মাইলফলক ছুঁয়েছে সিটিই। 

    প্রথমার্ধ শেষের কিছুক্ষণ আগে অবশ্য এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল ওয়েস্টহাম। তবে সেই গোলটা পরে হয়ে থেকেছে কেবল সান্ত্বনারই। ম্যাচে আদতে কোনো লড়াই করতে পারেনি ওয়েস্টহাম। সিটিজেনরা ফিরেছে ৪-১ গোলের জয় নিয়ে। 

    দ্বিতীয়ার্ধে সিটির জয়ের ব্যবধান বাড়ান দুই ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল হেসুস ও ফার্নান্দিনহো। পরের দুই গোলে নিজেদের একটা রেকর্ডই আবার ভেঙেছে সিটি। ২০১৩-১৪ মৌসুমে ১০০ গোল করেই মৌসুম শেষ করেছিল তারা, এবার সেই রেকর্ডও ছাপিয়ে গিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসটা নতুন করে লেখার দিকেই এগুচ্ছে পেপ গার্দিওলার দল। ২০০৯-১০ মৌসুমে কার্লো আনচেলত্তির চেলসি পুরো মৌসুমে করেছিল ১০৩ গোল। প্রিমিয়ার লিগের ইতিহাসে সেটাই হয়ে আছে সর্বোচ্চ। হাডার্সফিল্ড ও ব্রাইটনের সঙ্গে হোম ম্যাচ, অ্যাওয়েতে সাউদপাম্পটনের সঙ্গে একটা ম্যাচ বাকি আছে সিটিজেনদের। চেলসির রেকর্ড ভেঙে দেওয়াটা তাই সময়ের ব্যাপারই মনে হচ্ছে সিটির জন্য। 

    চেলসির কাছ থেকে আরও একটা রেকর্ড ছিনিয়ে নেওয়ার পথে এগুচ্ছে সিটি। আজ ওয়েস্টহামকে হারানোর পর লিগে ৩০তম জয়ের মাইলফলক ছুঁয়েছে তারা। গতবার আন্তোনিও কন্তের চেলসি গড়েছিল এই রেকর্ড। ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ে ৩৮ ম্যাচের লিগে তাই সবচেয়ে বেশি জয়ের নতুন রেকর্ড গড়ার দিকেই এগুচ্ছে সিটি। আর শততম পয়েন্ট থেকে সিটির দূরত্ব ৭ পয়েন্টের। সেই রেকর্ডটাও হাতছাড়া করার কথা নয় তাদের। একক আধিপত্যের মৌসুমে সবকিছুই তো লুটাচ্ছে গার্দিওলার পায়!