• সিরি আ
  • " />

     

    নাপোলির হারে শিরোপার আরও কাছে জুভেন্টাস

    নাপোলির হারে শিরোপার আরও কাছে জুভেন্টাস    

     

    ১৬ বছর আগের কথা। বর্তমান অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনের গোলেই ইন্টার মিলানকে হারিয়ে জুভেন্টাসকে লিগ শিরোপা ‘উপহার’ দিয়েছিল লাৎসিও। ইতিহাসের পুনরাবৃত্তি হলো আবারও। সেই সিমিওনের ছেলের হ্যাটট্রিকেই টানা সপ্তম সিরি আ জয়ের পথে আরেকধাপ এগিয়ে গেলো তুরিনের ওল্ড লেডিরা। জিওভানি সিমিওনের হ্যাটট্রিকে নাপোলিকে ৩-০ গোলে হারিয়েছে ফিওরেন্টিনা।

     

     

    ইন্টারের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে নাপোলির চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে ছিল জুভেন্টাস। শিরোপা দৌড়ে টিকে থাকতে নাপোলির সামনে জয়ের বিকল্প ছিল না। খেলা শুরুর মাত্র ৬ মিনিটের মাথায়ই প্রথম ধাক্কাটা খায় নাপোলি। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জুভেন্টাসের বিপক্ষে জয়ের নায়ক কালিদু কৌলিবালি।

    ১০ জনের দল নিয়ে পুরো ম্যাচেই ভুগেছে নাপোলি। ফিওরেন্টিনার একের পর এক আক্রমণ সামলেছে দলের রক্ষণভাগ আর গোলকিপার। প্রথম আধঘণ্টা আটকে রাখতে পারলেও ৩৪ মিনিটে শেষরক্ষা হয়নি। ক্রিশ্চিয়ানো বিরাঘির পাসে বক্সের ভেতরে বল পেয়েই গোল করেন জিওভানি। বিরতির ঠিক আগে আগে ব্যবধান আরও বাড়াতে পারত নাপোলি, ফেড্রিকো চিসার শট গোলরক্ষক বাঁচিয়ে দিয়েছেন। পুরো ৪৫ মিনিটে একবারও গোলের সুযোগ তৈরি করতে পারেনি নাপোলি।

    দ্বিতীয়ার্ধেও ছিল একই অবস্থা। ফিওরেন্টিনার আক্রমণ সামলাতেই সময় কেটেছে নাপোলির। ৬২ মিনিটে দ্বিতীয় গোল করে নাপোলির হতাশা দ্বিগুণ করেন জিওভানি। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে ফেড্রিকোর থ্রু বলে পূরণ করেন হ্যাটট্রিক। ৯০ মিনিটে নাপোলির শটস অন টার্গেট ছিল মাত্র একটি! ম্যাচে ছিল ফাউলের ছড়াছড়ি, কৌলিবালির লাল কার্ডের পাশাপাশি মত ৮টি হলুদ কার্ড দেখেছেন দুই দলের ফুটবলাররা।

    এই হারে ৩৫ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছে নাপোলি। সমান ম্যাচ খেলে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। শেষ ৩ ম্যাচে নিজেদের জয় তো বটেই, নাপোলিকে প্রার্থনা করতে হবে জুভেন্টাসের একের অধিক হারেরও।