• লা লিগা
  • " />

     

    হতাশা ভুলে বার্সাকে লিগ জয় উপভোগ করতে বললেন মেসি

    হতাশা ভুলে বার্সাকে লিগ জয় উপভোগ করতে বললেন মেসি    

    ড্র করলেই চ্যাম্পিয়ন, বার্সেলোনার সামনে সমীকরণ ছিল এমনটাই। দুই গোলে পিছিয়ে পরে শিরোপা জয়টা আরেকটু দীর্ঘায়িত হওয়ার আশংকা ছিল, শঙ্কা ছিল অপরাজিত থাকার রেকর্ডটা ভাঙ্গারও। শেষ পর্যন্ত ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হলেই সেই লিওনেল মেসিই। তার দুর্দান্ত এক হ্যাটট্রিকেই ৪ ম্যাচ আগেই লা লিগা শিরোপা জিতল বার্সা। মেসি বলছেন, এখন সময়টা শুধুই উদযাপনের।

    চ্যাম্পিয়নস লিগ থেকে ‘রোমা ম্যাজিকে’ বাদ পড়ার পর লুইস সুয়ারেজ বলেছিলেন, এখন লা লিগা জিতলেও সেই ক্ষত মিটবে না। তবে মেসি বলছেন, লিগ জেতাটাও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার বার্সার কাছে, ‘লা লিগা জেতার আনন্দটা অন্যরকম। এটা কতটা কঠিন কাজ সেটা দলের সবাই জানে। তাই এটাকে গুরুত্ব দিয়ে উদযাপনটাও সেভাবেই করতে হবে।’

    ৩৪ ম্যাচের একটিতেও হারেনি বার্সা, এগিয়ে যাচ্ছে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার দিকে। দলের এরকম পারফরম্যানে গর্বিত মেসি, ‘এই শিরোপাটা বিশেষ কিছু আমাদের জন্য। একটা ম্যাচও আমরা হারিনি! প্রতিপক্ষের চেয়ে সবসময় একধাপ ওপরের ফুটবল খেলেছি। শুধু ওই চ্যাম্পিয়নস লিগেই অপ্রত্যাশিতভাবে হেরেছি।’

    এই জয়ের আনন্দের মাঝেও আন্দ্রেস ইনিয়েস্তার বিদায়ের কষ্টটা মন ভারী করে রেখেছে কাতালানদের। তাকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে বিদায় দেওয়ার আক্ষেপটা আজীবন থাকবে মেসির, ‘জাভি, মাসচেরানো চলে গেছে, এবার ইনিয়েস্তাও যাচ্ছে। ক্লাবের প্রতীক ছিলেন তারা। নিজের সেরা ফর্মেই বিদায় নিচ্ছেন তিনি। তবে চ্যাম্পিয়নস জিতিয়ে তাকে বিদায় না দেওয়ার আক্ষেপটা আমাদের সবারই থাকবে। তার জন্য শুভকামনা।’