• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    "ফার্গুসন-ওয়েঙ্গার দ্বৈরথই প্রিমিয়ার লিগকে আজকের অবস্থানে এনেছে"

    "ফার্গুসন-ওয়েঙ্গার দ্বৈরথই প্রিমিয়ার লিগকে আজকের অবস্থানে এনেছে"    

    দুজনের মাঝে লড়াইটা ছিল এক কথায় ‘ধ্রুপদী’। বছরের পর বছর ফুটবল ভক্তরা মুগ্ধ হয়েই দেখেছেন স্যার অ্যালেক্স ফার্গুসন-আর্সেন ওয়েঙ্গারের দ্বৈরথ। ফার্গুসন বিদায় বলেছেন আগেই, মৌসুম শেষে বিদায় নিচ্ছেন ওয়েঙ্গারও। শেষবারের মতো ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন আর্সেনালের কোচ হিসেবে, এসেছিলেন ফার্গুসনও। ম্যাচ শেষে ফার্গি বলছেন, তাদের লড়াইটাই প্রিমিয়ার লিগকে আজকের জায়গায় এনেছে।

    ওয়েঙ্গারকে বিদায় জানাতে চিরচেনা সেই ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন। তার সাথে হাত মেলানোর সময় হয়ত মনে পরে যাচ্ছিল পুরনো দিনের সেই স্মৃতি। আজ প্রিমিয়ার লিগের যে জনপ্রিয়তা, সেটা তার ও ওয়েঙ্গারের কল্যাণেই, মনে করেন ফার্গুসন, ‘লিভারপুলের সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বৈরথটা ঐতিহাসিক ছিল। এখনও অনেক দ্বৈরথ আছে যা অনেক জনপ্রিয়। তবে ওই সময়ে আর্সেনাল-ইউনাইটেড লড়াইটাই প্রিমিয়ার লিগকে আজকে অবস্থায় এনেছে। ওই ম্যাচগুলো অসাধারণ ছিল, কখনোই ভুলতে পারব না সেসব মুহূর্ত।’

    ফার্গুসনের সাথে একমত বর্তমান ইউনাইটেড কোচ হোসে মরিনহোও, ‘ফার্গুসনের সময় আর্সেনালই ছিল ইউনাইটেডের মূল প্রতিদ্বন্দ্বী। ২২ বছরে আর্সেনাল লিগ শিরোপা, এফ এ কাপ জিতেছে। শুধু ট্রফিই নয়, ওয়েঙ্গার আরও বেশি কিছু দিয়েছেন ক্লাবকে। তাকে যে সম্মান দেখানো হয়েছে এটা তার প্রাপ্য।’