মিশরে অপমানিত হয়েছেন সালাহ
বিশ্বকাপের বাকি দেড় মাস। ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে যাচ্ছে মিশর, সে উপলক্ষ্যে প্রস্তুতিও চলছে পুরোদমে। উড়োজাহাজের গায়ে বসেছে মিশরের খেলোয়াড়দের ছবি। কিন্তু সেই ছবি নিয়েই তৈরি হয়েছে ঝামেলা। মোহাম্মদ সালাহ প্রায় একাই দলকে নিয়ে গেছেন বিশ্বকাপে, ছবি নিয়ে তৈরি হওয়া ঝামেলাটা বেঁধেছে সালাহর সঙ্গেই। মিশর ফুটল ফেডারেশনের আচরণে ভালো খেপেছেন মিশর তারকা।
অনুমতি না নিয়ে হুট করে সালাহর ছবি উড়োজাহাজে বসিয়ে দেওয়ায় নিজের অসন্তোষের কথা সালাহ জানিয়েছেন টুইট করে। বলেছেন বোর্ডের এই আচরণ তার জন্য 'অপমানজনক'। "দুঃখিত, কিন্তু এটা মারাত্মক অপমানপজনক হয়েছে আমার জন্য। আমি আশা করেছিলেন এই পরিস্থিতিত আরও ভালোভাবেই সমাধান করা হবে।" - টুইটারে লিখেছেন সালাহ।
ঝামেলাটা বেঁধেছে সালাহর ছবি স্বত্ব নিয়ে। টেলিকম কোম্পানি ভোডাফোন সালাহর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। আর মিশরের বিশ্বকাপ ভ্রমণের উড়োজাহাজটা দেওয়া তাদেরই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান 'উই' এর। এ ব্যাপারে মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের কোনো কর্মকর্তা কথা না বললেও, দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রীই এগিয়ে এসেছেন। দুই পক্ষের বিবাদ মেটাতে তিনি চেষ্টা করছেন বলে জানিয়েছেন।
কিন্তু বোর্ড কর্তাদের কাছ থেকে কোনো সমাধান না পেয়ে চটেছেন সালাহর এজেন্ট রামি আব্বাসও, "সমাধানের জন্য আমাদের সঙ্গে কেউ যোগাযোগই করেনি। কেউই না! তারা একেবারে চুপ"- নিজের টুইটারে লিখেছেন তিনি।
এই ঘটনায় সালাহর নিজের অসন্তোষ জানানোর পর তার সঙ্গে ফুঁসলে উঠেছেন মিশরের জনগণও। আফ্রিকার দেশটিতে তিনিই এখন সবচেয়ে বড় তারকা। স্বাভাবিক ভাবেই সালাহ তাই সালাহর সঙ্গে অসম্মানিত বোধ করছেন তার ভক্তরাও। 'সাপোর্ট_মোহাম্মদ_সালাহ' হ্যাশট্যাগ ব্যবহার করে তারাও নিজেদের সমর্থন জানিয়েছেন মিশরীয় ফুটবলারের প্রতি।