• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কিক অফের আগেঃ রোমার ভরসা সেই বার্সার ম্যাচই

    কিক অফের আগেঃ রোমার ভরসা সেই বার্সার ম্যাচই    

    আবারও এক রুপকথার অপেক্ষায় রোম

    রোমা বনাম লিভারপুল; ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল ২য় লেগ; ২(৩) মে, রাত ১২:৪৫; টেন ২

    সাবেক দল রোমাকে অ্যানফিল্ডে হারিয়েছেন একাই। মোহাম্মদ সালাহর দুর্দান্ত এক পারফরম্যান্সে প্রথম লেগে ৫-২ গোলে জিতেছিল লিভারপুল। কিন্তু প্রতিপক্ষ যখন রোমা এবং অলিম্পিক স্টেডিয়াম, তখন কোনোভাবেই নির্ভার থাকতে পারছেন না ইয়ুর্গেন ক্লপ এবং লিভারপুল। কারণ? বার্সেলোনাকেই জিজ্ঞেস করুন না। প্রথম লেগ ৪-১ গোলে হারলেও রোমে নিজ সমর্থকদের সামনে ৩-০ গোলে অবিস্মরণীয় জয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের সেমিতে জায়গা করে নিয়েছে রোমা। সেমিফাইনালের প্রথম লেগের শেষ ১০ মিনিটে রোমার ২ গোলই আশা দেখাচ্ছে ইউসেবিও ডি ফ্রাঞ্চেস্কোর দলকে। 

    রোমা কি পারবে বার্সার বিপক্ষে সেই রূপকথার রাত ফিরিয়ে আনতে? নাকি সালাহতে সওয়ার হয়ে প্রায় ১২ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দেখা যাবে 'অল রেড'দের?

     

     

    দলের খবর 

    কিয়েভ যাত্রা নিশ্চিত করার ম্যাচে প্রায় পূর্ণশক্তির দলই পাচ্ছে ক্লপ। ফিটনেস সমস্যা থাকলেও দ্বিতীয় লেগে থাকছেন সাদিও মানে- নিশ্চিত করেছেন জার্মান কোচ। তবে লিভারপুলের হয়ে থাকছেন না অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন। রোমার হয়ে ম্যাচটি মিস করবেন ডিয়েগো পেরোত্তি এবং কেভিন স্ট্রুটম্যান।

     

    সম্ভাব্য মূল একাদশ

    রোমা (৩-৫-২): অ্যালিসন; ফাজিও, হেসুস, মানোলাস; ফ্লোরেঞ্জি, ডি রসি, গোনালন্স, উন্ডার, কোলারভ; জেকো, শিক

    লিভারপুল (৪-৩-৩): কারিওস; অ্যালেকজান্ডার-আর্নল্ড, লভ্রেন, ভ্যান ডাইক, রবার্টসন; মিলনার, হেন্ডারসন, ওয়াইনাল্ডাম; সালাহ, ফিরমিনো, মানে

     





    বায়ার্নের প্রতিপক্ষ রিয়াল এবং ইতিহাস

    রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ; ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল দ্বিতীয় লেগ; ১(২) মে, রাত ১২:৪৫; টেন ২

    আলিয়াঞ্জ অ্যারেনাতে জশুয়া কিমিচের গোলে শুরুটা দারুণই করেছিল বায়ার্ন। কিন্তু মার্সেলো এবং মার্কো আসেন্সিওর দুটি মহামূল্যবান 'অ্যাওয়ে' গোলে জার্মান চ্যাম্পিয়নদের মাঠ থেকে জয় নিয়েই ফেরে রিয়াল। অবশ্য হারের পেছনে রিয়ালের দারুণ পারফরম্যান্সের পাশাপাশি দায়টা খুব সম্ভবত বায়ার্ন আক্রমণভাগেরও। রবার্ট লেভান্ডফস্কি, ফ্রাঙ্ক রিবেরি, থমাস মুলাররা একাধিক সহজ সুযোগ নষ্ট না করলে ফলাফলটা হতে পারত অন্যরকম। সেটা হয়নি, বায়ার্ন তাই বার্নাব্যুতে নামবে পিছিয়ে থেকেই।

    সান্তিয়াগো বার্নাব্যুতে বায়ার্নের প্রতিপক্ষ কেবল রিয়াল নয়, বরং ইতিহাসও। ২০১২-১৩ মৌসুমের পর রিয়ালের বিপক্ষে টানা ৬ ম্যাচ হেরেছে বায়ার্ন। কিন্তু সেবারের সুখস্মৃতি নিয়েই আজ মাঠে নামবে বাভারিয়ানরা। দুই লেগ মিলিয়ে ৩-৩ সমতার পর পেনাল্টিতে রিয়ালকে হারিয়ে ফাইনালে গিয়েছিল বায়ার্ন, জিতেছিল ট্রেবল। সেবারও জার্মান চ্যাম্পিয়নদের হটসিটে ছিলেন হেইঙ্কেস। বায়ার্ন কি পারবে বছর পাঁচেক আগের সেই স্মৃতি ফিরিয়ে আনতে? নাকি বায়ার্নকে টপকে কিয়েভ যাত্রা নিশ্চিত করবে জিদানের দল?

    দলের খবর 

    মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দু'দলেই আছে ইনজুরির সমস্যা। রিয়ালের হয়ে ম্যাচটি মিস করবেন ইস্কো এবং দানি কারভাহাল। তবে ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন নাচো ফার্নান্দেজ। আর বায়ার্নের দলে রীতিমত ইনজুরির হিড়িকই পড়েছে। ম্যানুয়েল নয়্যার, আরিয়েন রবেন, জেরোম বোয়াটেং, কিংসলি কোম্যান, আর্তুরো ভিদাল- সেমিফাইনাল দ্বিতীয় লেগের আগে দলের একাধিক মূল তারকাকে পাচ্ছেন না হেইঙ্কেস। খানিকটা সুসংবাদও আছে বাভারিয়ানদের জন্য। পূর্ণ অনুশীলনে ফিরেছেন ডেভিড আলাবা এবং হাভি মার্টিনেজ।

    সম্ভাব্য মূল একাদশ

    রিয়াল মাদ্রিদ (৪-৪-২): নাভাস; ভাজকেজ, ভারান, রামোস, মার্সেলো; ক্রুস, মদ্রিচ, কাসেমিরো, আসেন্সিও; রোনালদো, বেনজেমা

    বায়ার্ন মিউনিখ (৪-২-৩-১): উলরিখ; কিমিচ, হামেলস, মার্টিনেজ, আলাবা; থিয়াগো, তোলিসো; হামেস, মুলার, রিবেরি; লেভান্ডফস্কি

    ট্যাকটিকসের টুকিটাকি

    কারভাহালের ইনজুরি এবং নাচোর সদ্যই ইনজুরি কাটিয়ে ফেরায় আগামীকাল রিয়ালের রাইটব্যাক পজিশনে দেখা যেতে পারে লুকাস ভাজকেজকে। প্রথম লেগে কারভাহাল ইনজুরিতে পড়ার পর ম্যাচের বাকিটা সময় রিবেরিকে রুখে দিয়েছিলেন তিনি। সেক্ষেত্রে মাঝমাঠে দেখা যেতে পারে প্রথম লেগের গোলদাতা আসেন্সিওকে। ওদিকে বোয়াটেং-এর অনুপস্থিতিতে বায়ার্নের রক্ষণভাগে ম্যাটস হামেলসের সাথে দেখা যেতে পারে মার্টিনেজকে। লেফটব্যাকে রাফিনহার বদলে ফিরবেন আলাবা। মাঝমাঠে তোলিসো-থিয়াগোর সাথে ক্রুস-মদ্রিচের লড়াইটাও জমবে। 'ডেস্ট্রয়ার' রোলে কাসেমিরো এবং তোলিসোর ওপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য। প্রথম লেগে পুরো বাঁপ্রান্ত জুড়ে রিয়ালের রক্ষণভাগে ত্রাস ছড়িয়েছিলেন রিবেরি। তবে শেষ ২০ মিনিটে এই ফ্রেঞ্চ উইঙ্গারকে বেশ ভালমতই আটকেছিলেন ভাজকেজ। আজ বার্নাব্যুতে ৯০ মিনিট ধরে সেটি ধরে রাখতে পারবেন কিনা সেটিই দেখার বিষয়। মিউনিখে পুরো ম্যাচ নিষ্প্রভ থাকলেও বায়ার্নের বিপক্ষে শেষ ৪ ম্যাচে ৭ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারের চ্যাম্পিয়নস লিগে এই প্রথমবার গোল করতে ব্যর্থ হলেন রোনালদো। তাকে আটকে রাখার মূল কৃতিত্বটা অবশ্যই কিমিচের। দ্বিতীয় লেগে বার্নাব্যুতে তরুণ জার্মান রাইটব্যাকের থেকে আরও একবার এমনই পারফরম্যান্স চাইবেন হেইঙ্কেস।

    তারা বলেন

    "প্রথম লেগ জিতলেও আমাদের ফাইনাল যাওয়া নিশ্চিত হয়নি। বায়ার্ন দুর্দান্ত একটি দল। সামান্য সুযোগ পেলেই আমাদের চেপে ধরতে সক্ষম তারা। প্রথম লেগেই সেটি করে দেখিয়েছে তারা। আজ বার্নাব্যুর ম্যাচটিকে আমরা ফাইনাল হিসেবেই দেখছি। আজকের ম্যাচ এই মৌসুমে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাদ্রিদ সমর্থকদের কাছ থেকে দুর্দান্ত সমর্থন আশা করছি। আশা করি তারা আমাদের দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকাটি দারুণভাবেই পালন করবেন"

    -প্রথম লেগ জিতলেও কোনোভাবেই আত্মতুষ্টিতে ভুগছেন না রিয়াল কোচ জিনেদিন জিদান

    "প্রথম লেগে আমরা অনেকগুলো সহজ সুযোগ নষ্ট করেছি। কিন্তু রিয়ালকে আমরা ঠিকই চেপে ধরেছিলাম। অ্যাগ্রিগ্রেটে পিছিয়ে থাকলেও দ্বিতীয় লেগের আগে এটিই আমাদের অনুপ্রেরণা"

    -জিদানের মতই প্রথম লেগের কথা ভুলতে চাচ্ছেন ইয়ুপ হেইঙ্কেস