"বার্নাব্যুতে কী হয়েছিল সেটা সবাই জানে"
চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখ। প্রায় প্রতি মৌসুমে দুই দলের খেলা পড়াটা নিয়মিত ঘটনাই হয়ে গেছে। শেষ ৬ বারের দেখায় রিয়াল মাদ্রিদের কাছে প্রতিবারই হেরেছে বায়ার্ন। কিন্তু দুই দলের ম্যাচ সবসময়ই ছড়িয়েছে উত্তাপ। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের মুখোমুখি হওয়ার আগে সে কথাই আরেকবার মনে করিয়ে দিয়েছেন বায়ার্নের থমাস মুলার।
গতবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুইদল। এবারের মতো সেবারও প্রথম লেগে ১-২ গোলের জয় নিয়ে ফিরেছিল রিয়াল মাদ্রিদ। পরের লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। পরে ৪-২ গোলে দ্বিতীয় লেগও জিতেছিল রিয়াল। কিন্তু সেই ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক গড়িয়েছিল বহুদূর। ক্রিশ্চিয়ানো রোনালদোর দু'টি গোল বাতিল হতে পারত অফসাইডের কারণে। আবারও যখন বার্নাব্যুতে বায়ার্ন, তখন মুলারই মনে করিয়ে দিচ্ছেন সেই রাতের কথা, "সবাই জানে গতবছর এখানে কী হয়েছিল। দুটি অফসাইড গোল পেয়েছিল রিয়াল।"
জুভেন্টাসের বিপক্ষে জিতেই সেমিতে উঠেছে রিয়াল। কিন্তু রেফারির সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ করেছিল দ্বিতীয় লেগের ম্যাচকেও। মুলার সেটাও যেন মনে করিয়ে দিতে চাইলেন, "জুভেন্টাসের পেনাল্টির কথাও বলতে চাই। রেফারির সিদ্ধান্তের ওপর পরিবেশ পরিস্থিতির প্রভাব পড়া উচিত নয়।"
রেফারি আর বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যতই কথা বলুন, মুলার নিজেও জানেন মাঠের খেলা দিয়েই হারাতে হবে রিয়ালকে। প্রথম লেগে বাকিদের মতো তিনিও সহজ সুযোগ নষ্ট করেছিলেন গোলের সামনে। তাই খেলাতেই মনোযোগ দিতে চান তিনি, "আমাদের খেলার দিকেই মন দেওয়া উচিত। আমরা এখনই অনেক বেশি চাপে আছি। প্রথম লেগের খেলা বিশ্লেষণ করেছি আমরা। সুবিধাটা আমাদের নিতেই হবে, গোলের জন্য চেষ্টা করতে হবে আর রিয়ালকে আঘাত করতে হবে।"
সবই তো জানেন মুলার, রিয়ালকে হারানোর টোটকা হয় জানে বায়ার্নও- কিন্তু চ্যাম্পিয়নস লিগে তো রিয়াল মানেই অন্য কিছু। তাদের হারাবে কে?