• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    "হাতে লাগেনি, এটা বললে মিথ্যা বলা হবে"

    "হাতে লাগেনি, এটা বললে মিথ্যা বলা হবে"    

    চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রেফারির ভুল নিয়ে মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদ লেফটব্যাক মার্সেলো। প্রথমার্ধের শেষদিকে ডি-বক্সের মধ্যে বল তার হাতে লেগেছিল, এমনটা স্বীকার করে এই ডিফেন্ডার বলেছেন, “এটা অস্বীকার করলে আমার মিথ্যা বলা হবে।” 

    প্রথমার্ধের শেষ দিকে বায়ার্ন মিউনিখের হয়ে প্রথম গোল করে জশুয়া কিমিচের ডানদিক থেকে বাড়ানো ক্রস লাফিয়ে ওঠা মার্সেলোর হাতে লেগে দিক বদলেছে, তবে মিউনিখ খেলোয়াড়দের আবেদন নাকচ করে দিয়েছেন রেফারি। তখন ১-১ গোলে সমতা ছিল খেলায়, সে পেনাল্টি পায়নি মিউনিখ, মাদ্রিদে ২-২ গোলে ড্র করলেও অ্যাগ্রেগেটে ৪-৩ গোলে হেরে বাদ পড়তে হয়েছে তাদের। আর রিয়াল মাদ্রিদ উঠে গেছে টানা তৃতীয় ফাইনালে। 

    “হ্যাঁ, এটা আমার হাতে লেগেছিল”, ম্যাচশেষে বলেছেন মার্সেলো। “আমি রেফারিদের নিয়ে কথা বলিনা কখনোই। অনেক সময়ই রেফারি আমাদের বিপক্ষে ভুল সিদ্ধান্ত দেন, সেসব সময়েও আমি রেফারিকে নিয়ে কথা বলি না।” 

    এ কারণে কোনো ভুল সিদ্ধান্ত নিজেদের পক্ষে এলেও চুপ থাকতে চান তিনি, “যখন আমাদের পক্ষে তিনি ভুল করেন, তখনও আমার অভিযোগ নেই।” 

    এটা পেনাল্টি ছিল বলেও মত তার, “ডি-বক্সের মধ্যে হ্যান্ডবল হলে তো পেনাল্টি হবেই।” 

    আর রেফারির জন্য সিদ্ধান্তটা বেশ কঠিন ছিল বলেই মত তার, “রেফারির সামনে অনেক খেলোয়াড় ছিল। তার জন্য এই সিদ্ধান্ত দেওয়া কঠিন। তবে আমি যদি বলি, আমার হাতে এটা লাগেনি, তাহলে আমার মিথ্যা বলা হবে।”