"স্টেডিয়ামের পরিচিতি বাড়াতেই কক্সবাজারে খেলতে এসেছি"
যেদিকেই তাকানো যায়, অব্যবস্থাপনা ও অযত্নের ছাপ স্পষ্ট। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম যেন আক্ষেপের অন্য নাম। এসবের মাঝেই হচ্ছে ওয়ালটন মাস্টার্স ক্রিকেট। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান ও চিটাগং মাস্টার্সের অধিনায়ক আকরাম খান বলছেন, পরিচিতি বাড়ানোর জন্যই মূলত সাবেক ক্রিকেটাররা এখানে খেলতে এসেছেন।
উদ্বোধনের ৪ বছর পরেও আগের অবস্থাতেই আছে স্টেডিয়াম, নেই কোনো উন্নতির ছোঁয়া। আক্ষেপটা ঝরল আকরাম খানের মুখ থেকেও, ‘আসলে যেমনটা হওয়ার কথা ছিল তা হয়নি, অনেক সমস্যাও আছে।আশা করি ভবিষ্যতে কোনো একদিন নিশ্চয়ই ভালো কিছু হবে। আপাতত স্টেডিয়ামের পরিচিতি বাড়ানো দরকার দেশ-বিদেশের দর্শক ও পর্যটকের জন্য। এই কারনেই সাবেক ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।’
‘পরিচিতি পর্ব’ শেষে কবে আলোর মুখ দেখবে শেখ কামাল স্টেডিয়াম, সেটা সময়ই বলে দেবে।