রেফারির সিদ্ধান্তকে 'তামাশা' বললেন রোমা প্রেসিডেন্ট
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে লিভারপুলের সঙ্গে ম্যাচের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন রোমা প্রেসিডেন্ট। রাতে ৪-২ গোলে জিতলেও দুই লেগ মিলিয়ে ৬-৭ গোলে হেরে স্বপ্নের ফাইনালে যাওয়া হয়নি রোমার। রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্ত অলিম্পিক স্টেডিয়ামের ম্যাচে বড় ধরনের প্রভাব ফেলেছে বলে মনে করছেন রোমা প্রেসিডেন্ট জেমস পালোত্তা। তার মতে গতরাতের ম্যাচে রেফারিং ছিল 'তামাশা'।
"এটা একেবারে পরিষ্কার যে চ্যাম্পিয়নস লিগে ভিএআর দরকার এখন। এসব আর হতে দেওয়া যায় না।" ম্যাচ শেষে জানিয়েছেন পালোত্তা। এরপর মিনিট ধরে ধরে রেফারির ভুল সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন, "আপনি রিপ্লে দেখুন, ৪৯ মিনিটে জেকো ছিল অনসাইডেই। পরে গোলরক্ষক তাকে ফেলে দিল। ৬৩ মিনিটে হ্যান্ডবল হলো (ডিববক্সের ভেতর অ্যালেক্সান্ডার আর্নল্ডের হাতে লেগেছিল বল), পুরো দুনিয়া দেখল কিন্তু মাঠের কয়েকজনের চোখে কিছুই ধরা পড়ল না। ৬৭ মিনিটে আবার প্যাট্রিক শিককে ডিবক্সের ভেতর ফেলে দিল।"
এখানেই থামেননি রোমা প্রেসিডেন্ট। লিভারপুলের ১০ জন নিয়ে খেলার কথা ছিল বলেও মন্তব্য করেছেন তিনি, "৬৩ মিনিটের ওই ঘটনায় লাল কার্ড পাওয়ার কথা ছিল তাদের। এর মানে ১০ জনের দল নিয়ে খেলতে হত লিভারপুলকে।"
রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ থাকলেও, লিভারপুল ফাইনালে যাওয়ায় তাদের শুভেচ্ছা জানাতে ভোলেননি। সঙ্গে ভিএআরের প্রয়োজনীয়তাও মনে করিয়ে দিয়েছেন আরেকবার, "লিভারপুল অনেক ভালো দল, তাদের শুভেচ্ছা সামনের দিকে এগিয়ে যাওয়ায়। কিন্তু ভিএআর চ্যাম্পিয়নস লিগে না আসলে এ ধরনের তামাশা হতেই থাকবে।"