• আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    "নতুন সাকিব-তামিম খোঁজা শুরু করেছে বিসিবি"

    "নতুন সাকিব-তামিম খোঁজা শুরু করেছে বিসিবি"    

    তাঁদের বাংলাদেশ ক্রিকেটের ‘আইকন’ বললে ভুল হবে না। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ্‌দের হাত ধরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে সবকিছুরই তো শেষ আছে। সাকিবদের প্রজন্ম অবসর নিলে কী হবে জাতীয় দলের, প্রশ্নটা ঘুরপাক খায় সবার মনেই। আজ কক্সবাজারে মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যালে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলছেন, এখন থেকেই সাকিব-তামিমদের বিকল্প খুঁজছে বিসিবি।

    টেস্ট অভিষেকের ১৮ বছর পেরিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো র‍্যাংকিংয়ের ৮ম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। সদ্য প্রকাশিত ওয়ানডে র‍্যাংকিংয়েও বাংলাদেশ আছে ৭ম স্থানে। এই সাফল্যের কৃতিত্বটা দলের সিনিয়রদেরই দিলেন আকরাম খান, ‘আমরা আসলে খুবই ভাগ্যবান যে দলের কয়েকজন সিনিয়র সদস্য গত ১০-১২ বছর ধরে ধারাবাহিক পারফর্ম করছে। এটা কিন্তু অনেক দেশেই পাওয়া যায় না। এই ৪-৫ জন ক্রিকেটারই বাংলাদেশকে আজকের পর্যায়ে নিয়ে এসেছে।’

    ক্যারিয়ারের একেবারের শেষের দিকে মাশরাফি। সাকিব-তামিম-মুশফিকরাও আছেন ক্যারিয়ারের মাঝপথে। তাদের পর কে সামলাবে বাংলাদেশকে? বিসিবি অবশ্য সেই পরিকল্পনা এখন থেকেই করছেন, জানালেন আকরাম খান, ‘সবকিছু ভেবেই এবারের চুক্তিটা করা হয়েছে।। বোর্ড প্রেসিডেন্ট বোলিং ক্যাম্পটাও শুরু করার কথা জানিয়েছেন। আমাদের মাথায় আছে কারা সিনিয়র ক্রিকেটারদের বিকল্প হতে পারে। এরকম কিন্তু এখনই অনেকে আছে। ভবিষ্যতে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে সাকিব-তামিমদের মতো আরও কিছু ক্রিকেটার দরকার আমাদের। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এমন খেলোয়াড় তৈরি করতে।’