ফাইনালেও ডাগ আউটে থাকবেন না সিমিওনে
আর্সেনালের বিপক্ষে ইউরোপা লিগের সেমিফাইনলের প্রথম লেগে ম্যাচের শুরুতেই ডাগ আউটে নিষিদ্ধ হয়েছিলেন। পরে দ্বিতীয় লেগেও ওয়ান্ডা মেট্রোপলিটানোতে কাটিয়েছিলেন ভিআইপি স্ট্যান্ডে। শুক্রবার ইউয়েফার পক্ষ থেকে জানানো হয়েছে লিঁওর ফাইনালেও নিষিদ্ধই থাকছেন ডিয়েগো সিমিওনে। অ্যাটলেটিকো মাদ্রিদে ম্যানেজারকে তাই অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে ফাইনালেও দর্শক সারিতে বসেই দেখতে হবে খেলা।
প্রথম লেগে রেফারির সঙ্গে অসদাচরণের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন। পরে অবশ্য সিমিওনে জানিয়েছিলেন, "আমি একজন সমর্থকের মতই আচরণ করেছিলাম।" সেই শাস্তিটা পরে এতো বড় হবে সেটা বোধ হয় তিনিও অনুমান করতে পারেননি। দুই লেগ মিলিয়ে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে অ্যাটলেটিকো আরও একবার ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠলেও তাই দর্শক হয়েই কাটাতে হবে সিমিওনেকে।