• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    এমিরেটসে ওয়েঙ্গারের শেষ ম্যাচের টিকেটের দাম ২ লাখ টাকা!

    এমিরেটসে ওয়েঙ্গারের শেষ ম্যাচের টিকেটের দাম ২ লাখ টাকা!    

    আগামীকাল বার্নলির বিপক্ষে ঘরের মাঠে শেষবারের মতো আর্সেনাল ম্যানেজারের দায়িত্ব পালন করবেন আর্সেন ওয়েঙ্গার। ঘরের মাঠে ওয়েঙ্গারকে বিদায় দিতে আর্সেনাল কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে আনুষ্ঠানিকতার।ওয়েঙ্গারের আমলে আর্সেনালের জার্সিতে ১০০ ম্যাচ খেলা প্রায় সব খেলোয়াড়ই হাজির হবেন এমিরেটস স্টেডিয়ামে। শেষ ম্যাচে মাঠে হাজির হতে অনুমিতভাবেই আর্সেনাল সমর্থকেরা করছেন টিকেটের খোঁজ। চাহিদা এমন পর্যায়েই পৌঁছেছে যে সাড়ে চার হাজার টাকার টিকেট বিক্রি হচ্ছে দুই লাখ ৫ হাজার টাকায়। 

    বার্নলির বিপক্ষে ম্যাচটা আর্সেনালের লিগ টিকেটিং কাঠামোর 'সি' ক্যাটাগরির। এই ক্যাটাগরিতে টিকেটের নির্ধারিত মূল্য ২৬ থেকে ৩৮ পাউন্ডের ভেতর। সেই টিকেটই এখন বিক্রি হচ্ছে ১৮০০ পাউন্ডে। স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়বেলায় অবশ্য আরও চড়া দামে বিক্রি হয়েছিল ওল্ড ট্রাফোর্ডের টিকেট। ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজারের বিদায়ী ম্যাচের টিকেট মূল্য ছিল ৩ হাজার পাউন্ড। 

    আর্সেন ওয়েঙ্গার আর্সেনাল ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ক্রাশ করেছিল আর্সেনালের অফিসিয়াল সাইট। পরে আর্সেনাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, শেষ ম্যাচে কোচকে দেওয়া হবে বিদায়ী সংবর্ধনা। গ্যালারিতে উপস্থিতি দর্শকদের জন্য থাকবে টিশার্ট। ওয়েঙ্গারের সঙ্গে শেষ ম্যাচে বিদায় নেবেন আরও তিনজন, আর্সেনাল অধিয়ানক পার মার্তেসাকার ও নারী দলের অধিয়ানক অ্যালেক্স স্কট ও আর্সেনালের কিটম্যান ভিক একার্স। আর্সেনাল ম্যানেজার ক্লাব ছাড়ছেন ২২ বছর পর, কিটম্যান একার্স অবশ্য আছেন তারও আগে থেকে। ১৯৮৭ সালে যোগ দিয়ে তিনি ছাড়ছেন ৩০ বছর পর!