ক্লিয়ার মেন অনূর্ধ্ব-১৭ ফুটবলে সোনাদিঘী হাইস্কুলের বড় জয়
ক্লিয়ার মেন অনুর্ধ্ব-১৭ ফুটবলের ন্যাশনাল রাউন্ড প্রতিদিনই উত্তাপ ছড়াচ্ছে। বাংলাদেশের প্রতিটি বিভাগ থেকে উঠে আসা স্কুলগুলোর লড়াই তাই নতুন মাত্রা যোগ করছে বয়সভিত্তিক ফুটবলে। আজও ন্যাশনাল রাউন্ডের ৪ টি খেলা অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বড় জয়টা পেয়েছে সোনাদিঘী হাইস্কুল। ৫-০ গোলে তাদের কাছে হেরেছে মহিলা সমিতি উচ্চবিদ্যালয়। জোগেন লাকরা আজও গোল করেছেন। তার মতোই জোড়া গোল করেছেন হেমন্ত তপ্প। সোনাদিঘী হাইস্কুলের হয়ে আরেকটি গোল করেছেন আবু নূর ইউসুফ।
এর আগে দিনের প্রথম ম্যাচে জামিরা হাইস্কুলকে ৪-২ গোলে হারিয়েছে ব্যাপটিস্ট মিশন বয়েজ হাইস্কুলকে। জামিরার হয়ে হাসিবুল আর সাগর দুই গোল করলেও দলের হার এড়াতে পারেননি। লাল মুয়াম বম, বিল কিল টন বম আজও গতকালের মতোই গোল করেছেন ব্যাপটিস্ট মিশনের হয়ে। আরেকটি গোল করেছেন জাফেত বম।
দ্বিতীয় ম্যাচে হারাগাছ বহুমুখী উচ্চবিদ্যালয় ও পুলিশ লাইন উচ্চবিদ্যালয় ড্র করেছে ১-১ গোলে। মেহেদি হাসান ও রতন আহমেদ নিজেদের দলের হয়ে করেছেন গোল।
দিনের শেষ ম্যাচে রংপুর জিলা স্কুল ৩-০ গোলে হারিয়েছে পিরোজপুর টেকনিক্যাল স্কুলের বিপক্ষে। বরিশালের স্কুলটি গত ম্যাচে বড় জয় পেলেও রংপুরের সামনে দাঁড়াতেই পারেনি আজ। জিলা স্কুলের হয়ে গোল করেছেন তারিফ, পাপন ও জিয়াদ।