রমরমা রবিবারে এল ক্লাসিকো আর চেলসি-লিভারপুল
শিরোপার লড়াই শেষ, কিন্তু মর্যাদার লড়াই চলছে এখনও। লা লিগায় আজ এল ক্লাসিকো আর প্রিমিয়ার লিগে চেলসি-লিভারপুল লড়াই। আর এমিরেটস স্টেডিয়ামে শেষবারের মতো ঘরের সমর্থকদের ডাগ আউটে দাঁড়াবেন আর্সেন ওয়েঙ্গার।
এল ক্লাসিকো : সবকিছু ছাপিয়ে গার্ড অফ অনার প্রসঙ্গ
শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পের এল ক্লাসিকো ঘিরে তাই শিরোপার সমীকরণ নেই। একারণেই হয়ত বারবার ফিরে আসছে 'গার্ড অফ অনার প্রসঙ্গ'। অবশ্য বার্সার লিগ জেতার আগেই রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদান গার্ড অফ অনার দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। আজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সেই একই কথা ঘুরিয়েই বললেন আবার। এবারও সেই একই যুক্তি দিলেন, বার্সার কারণেই গার্ড অফ অনার রীতিতে ছেদ ঘটেছে বলে জানিয়েছেন জিদান।
"এসব তো আমি ঠিক করার কেউ নই। তবে আমার মনে হয় পরিস্থিতিটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে। ক্লাব বিশ্বকাপের পর তাদের কাছে হয়ত এটা করা গুরুত্বপুর্ণ মনে হয়নি। কেউ কেউ অবশ্য বলে যে ওই প্রতিযোগিতায় বার্সা ছিল না। কিন্তু চ্যাম্পিয়নস লিগ খেলেই বিশ্বকাপে যেতে হয়। চ্যাম্পিয়নস লিগে তো আমরা সবাই ছিলাম।
"তারা সেটা ( রিয়ালকে গার্ড অফ অনার দেওয়া) করেনি। বার্সা যা করেছে সেটাকে আমরা সম্মান করি, লিগ জেতা সবচেয়ে কঠিন কাজ- এটা আমি সবসময়ই বলে এসেছি। আমি তাদের শুভেচ্ছা জানাই। কিন্তু তারা যদি ক্লাব বিশ্বকাপ জেতার পর কাজটা করত...আমি আসলে কোনো রীতি ভাঙছি না। কেবল তারা যেটা করেনি, সেটা আমিও করছি না, এই যা।" - বেশ অনেকক্ষণ সময় নিয়েই গার্ড অফ অনার না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন জিদান।
শিরোপার লড়াই না থাকলেও এল ক্লাসিকো জিতে রিয়ালের সামনে সুযোগ থাকছে পয়েন্ট তালিকার দুইয়ে ওঠার। লিগের ৪ ম্যাচ বাকি থাকতে অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে তিনে আছে রিয়াল। লিগ শেষ হয়ে গেলেও, তাই জিদানের কাছে ম্যাচের গুরুত্ব হারাচ্ছে না মোটেই। বরং এই ম্যাচ জিতেই লা লিগায় নিজেদের দুর্দশা কিছুটা ঘোচানোর সুযোগ থাকছে জিদানের দলের জন্য।
বার্সেলোনাকে হারাতে পারলে অবশ্য আরও একটি লাভ আছে রিয়ালের! এই মৌসুমে এখনও পর্যন্ত লিগে অপরাজিত লা লিগা জয়ীরা। এর্নেস্তো ভালভার্দের দল হাঁটছে 'অপরাজেয়' হওয়ার পথে। সেই রেকর্ডে ছেদ ঘটানোরও সুযোগ থাকছে রিয়ালের। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার সঙ্গে অনুপ্রেরণা যোগাচ্ছে রেকর্ডও। ঘরের মাঠে বার্সাকে শেষ হারিয়েছে এই রিয়াল মাদ্রিদই! লা লিগায় শেষ দুইবারও ন্যু ক্যাম্পে অপরাজিত রিয়াল।
চ্যাম্পিয়নস লিগে রোমার কাছে অপ্রত্যাশিত হারের পর চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার ক্ষত হয়ত তাড়াতাড়ি শুকাবে না কাতালোনিয়ায়। তবে, 'অপরাজেয়' হয়ে মৌসুম শেষ করতে পারলে সেটা হবে নতুন এক মাইলফলক। সফল নাকি ব্যর্থ- বার্সেলোনার এই মৌসুম নিয়ে যে মিশ্র অনুভূতি আছে সমর্থকদের মাঝে- সেটা খানিকটা ঘুচবে রিয়ালকে হারাতে পারলে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা দলকে হারাতে পারলে তো কিছুটা শ্রেষ্ঠত্ব দাবিটা করতেই পারে বার্সা!
চেলসির বিপক্ষে 'সেমিফাইনালের' অপেক্ষায় ক্লপ
রোমাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল উঠেছে ইয়ুর্গেন ক্লপের দল। কিন্তু তিন দিন পরই আরেক সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে তার দল। ক্লপের কাছে স্যটামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ম্যাচটা গুরুত্ব পাচ্ছে সেমিফাইনালের মতোই। "আমি আগেও বলেছি, আবারও বলছি। চেলসি আর ব্রাইটনের বিপক্ষে ম্যাচ দুটো আমাদের জন্য সেমিফাইনাল।"
পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলা এখনও নিশ্চিত নয় লিভারপুলের। তবে টটেনহাম হটস্পার আজ হেরে যাওয়ায় সেটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। তবে ক্লপের কাছে ম্যাচটা গুরুত্ব পাচ্ছে সেমিফাইনালর মতোই। প্রায় এক যুগ পর ফাইনালে নিয়ে গেছেন দলকে, লিগে তো ওপরের দিকে থেকেই শেষ করতে চাইবেন তিনি। তার চাওয়ার পক্ষে অবশ্য সায় আছে অতীত রেকর্ডেরও। চেলসির সঙ্গে শেষ ৬ দেখায় হারেনি লিভারপুল, স্ট্যামফোর্ড ব্রিজেও শেষ দুই ম্যাচে জিতেছে ক্লপের দল।
এসব রেকর্ড আন্তোনিও কন্তের বিপক্ষে গেলেও চেলসি ম্যানেজারের সামনে একটা রাস্তা খুলে গেছে। টটেনহাম ওয়েস্টব্রমের কাছে হেরে যাওয়ায় চতুর্থ হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার একটা সুযোগ তৈরি হয়েছে চেলসির।