স্যার অ্যালেক্স ফার্গুসনের অস্ত্রোপচার সম্পন্ন
মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। আজ রাতে ম্যানচেস্টার হোপ হসপিটালে অস্ত্রপচার সম্পন্ন হয়েছে। স্কাই স্পোর্টসের দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্রপচার সফলভাবেই সম্পন্ন হয়েছে। এখন স্যার অ্যালেক্সকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে।
ফার্গুসনের ছেলে ড্যারেন ফার্গুসনের আজ ডনকাস্টারের ম্যাচে দলের সঙ্গেই ডাগ আউটে থাকার কথা ছিল। কিন্তু উইগানের বিপক্ষে ম্যাচের আগে পারিবারিক কারণে দল রেখেই ম্যানচেস্টারে ফেরেন ড্যারেন। ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "জরুরী অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য স্যার অ্যালেক্স ফার্গুসনের অস্ত্রপচার হয়েছে। প্রক্রিয়া ভালোভাবেই সম্পন্ন হয়েছে, কিন্তু এখন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা জরুরী। তার পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা রক্ষা করতে বলা হয়েছে।"