'কেউ পারলে আপনিই পারবেন, বস্'
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম- সবখানেই স্যার অ্যালেক্স ফার্গুসনের ছবি। ক্রিশ্চিয়ানো রোনালদো, ডেভিড বেকহামরা ফার্গুসনের সঙ্গে ছবি পোস্ট করেছেন, শুভকামনা জানিয়েছেন আরও অনেক অনেক সাবেক ও বর্তমান ফুটবলার। কিন্তু সেসব কিছুই চোখে পড়ছে না স্যার অ্যালেক্সের, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে যে লড়ছেন মৃত্যুর সাথে! মস্তিষ্কের রক্তক্ষরণে কালই তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, অস্ত্রোপচারও হয়ে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেড জানাচ্ছে, এখন পর্যন্ত ঠিকভাবেই হয়েছে সবকিছু। তবে বিপদ কাটেনি, স্যার অ্যালেক্সের জন্য তাই পুরো ফুটবলবিশ্ব একসাথে প্রার্থনা করছে।
মেঘে মেঘে বেলা হয়ে গেছে অনেক, বয়স এখন ৭৬। বড় কোনো অসুস্থতা কাটিয়ে আবার সুস্থ জীবনে ফেরা এখন অনেক বড় চ্যালেঞ্জই। তবে মানুষটা যখন স্যার অ্যালেক্স, আশায় বুক বাঁধছেন সবাই। বর্ণিল ক্যারিয়ারে কখনো হারার আগে হার মানেননি, তাঁর নামেই যোগ করা সময় হয়ে গিয়েছিল ফার্গি টাইম। ইউনাইটেড মানেই হয়ে গিয়েছিল ফিরে আসা- জীবনযুদ্ধে সেই ফিরে আসার কাজটা এবার ফার্গুসনকে করতে হবে। তাঁর পাঁচ বছরের সতীর্থ মাইক ফেলান যেমন বলছেন, ‘আর সবার চেয়ে আপনি অনেক বেশি জিতেছেন। এখান থেকে কেউ ফিরলে আপনিই পারবেন, বস!’
রোনালদো অনেক বারই বলেছেন, ফার্গুসন তাঁর কাছে বাবার মতো। পিতৃসম এই লোকের অসুস্থতায় রোনালদো নিজের টুইটারে দুজনের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার প্রার্থনা আপনার সাথে, প্রিয় বন্ধু। সেরে উঠুন, বস!’ ডেভিড বেকহামও বলছেন, ‘লড়াই চালিয়ে যান, বস!’
লিভারপুল, চেলসি, আর্সেনাল, টটেনহাম, ম্যান সিটি থেকে শুরু করে আরও অনেক ক্লাব ও সাবেকরাও আছেন ফার্গির পাশে। সবার একটাই কথা, ফার্গুসন সুস্থ হয়ে আবার ফিরে আসুন। প্রতি সপ্তাহান্তে আবার ওল্ড ট্রাফোর্ডে প্রিয় দলের খেলা দেখতে আসুন।