"মেসির 'চাপেই' রিয়ালের বিপক্ষে সিদ্ধান্ত দিয়েছেন রেফারি"
ম্যাচের ফলাফল ছাপিয়ে ‘নায়ক’ তিনিই। ক্লাসিকোয় রেফারি আলেহান্দ্রো হার্নান্দেজের বিতর্কিত সব সিদ্ধান্ত উত্তাপ ছড়িয়েছে দুই ডাগআউটেই। ২-২ গোলে ড্রয়ের পর রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস বলছেন, লিওনেল মেসির ‘চাপের’ কারণেই নাকি রেফারির সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে!
বিরতির সময় মেসির কথা শুনেই দ্বিতীয়ার্ধে রেফারি তার সিদ্ধান্তের অধিকাংশই রিয়ালের বিপক্ষে দিয়েছেন বলেই ধারণা রামোসের, ‘বিরতির সময় ড্রেসিংরুমে যাওয়ার পথে টানেলে রেফারিকে অনেক চাপ দিয়েছিল মেসি। তখন হয়ত কোনো ক্যামেরা ছিল না সেখানে। আমার তো মনে হয় এসব কারণেই দ্বিতীয়ার্ধে ওরকম সিদ্ধান্ত দিয়েছেন রেফারি!’
তবে মাঠে যা হয়েছে, সেটা মাঠেই রেখে আসতে চান রামোস, ‘খেলার সময় মাঠে যা হয়, সেটাকে ম্যাচের পর টেনে এনে আসলে কোনো লাভ নেই। দুই পক্ষের উচিত একে অন্যকে সম্মান দেখানো।’