"আর্সেনালকে খুব বেশি মিস করব"
মাঠে ঢোকার সময় পেলেন ‘গার্ড অফ অনার’। পুরো ৯০ মিনিটে বারবারই তার নামের স্লোগানে মুখরিত ছিল এমিরেটস স্টেডিয়াম। এই স্টেডিয়ামের সাথে ২২ বছরের সম্পর্কের ইতি টানার দিনে স্বভাবতই আবেগী হয়ে পড়েছিলেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। আর্সেনালের হয়ে শেষবারের মতো ঘরের মাঠের ডাগআউটে দাঁড়ানোর পর ওয়েঙ্গার বলছেন, আর্সেনালের সবাইকে খুব বেশি মিস করবেন।
২২ বছরের সম্পর্কটা ছিন্ন করা যে সহজ ছিল না, ওয়েঙ্গারের কণ্ঠে সরল স্বীকারোক্তি, ‘এভাবে চলে যাওয়াটা সহজ নয়। ২২ বছর তো কম না! দীর্ঘ সময়জুড়ে এই ক্লাবের সবাই আমার জীবনের বড় একটা অংশ জুড়ে ছিল। হুট করেই এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। শুধু একটা কথাই বলতে চাই, আমি আর্সেনাল ভক্ত। এটা শুধু আমার কাছে ফুটবল নয়, এটা জীবন। দর্শক, কর্মকর্তা, ফুটবলার, সবাইকে খুব বেশি মনে পড়বে। আবেগী হয়ে পড়েছি হয়ত, কিন্তু আপনি রোবট না হলে এরকম মুহূর্তে আবেগী হতে বাধ্য।’
দর্শকের ওপর নিজের অভিমানটা গোপন করেননি কোচিং ছাড়ার ঘোষণা দেওয়ার পর। তবে বিদায়বেলায় শুধু ভালোবাসার কথাই বললেন ওয়েঙ্গার, ‘সমর্থকরা আজ যা করেছেন সেটায় একটা জিনিসই প্রমাণ হয়, যদি আমার ওপরে রাগও হয়ে থাকেন তাও তারা আমাকে সম্মান করেন। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি, এটা বিশ্বাস করলেই আমার জন্য যথেষ্ট।’
ট্রফি ছাড়াই শেষ হয়েছে আরেকটি মৌসুম। শীর্ষ চারে না থাকায় পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগেও থাকছে না আর্সেনাল। নতুন কোচ ক্লাবের নতুন দিনের সূচনা করবেন বলেই আশাবাদী ওয়েঙ্গার, ‘এই মৌসুমটা কঠিন ছিল সমর্থকদের জন্য, পরের মৌসুমের শুরুতেও এমনটা থাকবে। তবে নতুন যিনি আসবেন তিনি নিজের মতো করে সাজাবেন দলকে।’