• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    "রোনালদোর পর্তুগালের কাছে কিছুই অসম্ভব নয়"

    "রোনালদোর পর্তুগালের কাছে কিছুই অসম্ভব নয়"    

    ক্রিশ্চিয়ানো রোনালদো থাকলে ২০১৮ বিশ্বকাপে পর্তুগালের জন্য "কিছুই অসম্ভব নয়" বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার হোসে মরিনহো। 

    ইএসপিএন ব্রাজিলের সঙ্গে কথা বলার সময় চেলসি, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও পোর্তোর সাবেক ম্যানেজার বলেছেন শীর্ষ দলগুলোর সম্ভাবনা নিয়ে। রাশিয়ায় ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেনের সুযোগ আছে বললেও মরিনহোর মত, তার দেশ পর্তুগালের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না একেবারেই। 

    “পর্তুগালের স্কোয়াডটা দারুণ। ক্রিশ্চিয়ানোকে ছাড়া হয়তো এটা (বিশ্বকাপ জেতা) অসম্ভব। তবে সে থাকলে অসম্ভব বলে কিছুই থাকবে না।” 

    অবশ্য রোনালদোর মতো লিওনেল মেসিকে নিয়েও একই ধরনের কথা বলেছেন মরিনহো। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা শেষ তিনটি মেজর টুর্নামেন্টের সবকটিতেই ফাইনাল খেলেছে। 

    “আমি বিশ্বাস করি, লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই। কিন্তু সে থাকলে তারা অন্যতম ফেবারিট।” 

    ব্রাজিল ও স্পেনের কথাও আলাদা করে বলেছেন “স্পেশাল ওয়ান”, “ট্যাকটিকস ও মানসিক দিক দিয়ে আমি ব্রাজিলের মূল গঠনটা পছন্দ করি খুবই। ব্রাজিলে একটা মিশ্রণ আছে- প্রকৃতিদত্ত প্রতিভার সঙ্গে সিরিয়াস দৃষ্টিভঙ্গি, শারীরিক ও ট্যাকটিকাল ছন্দের।” 

    “এই দলটা রক্ষণে ভাল। গোল-স্কোরিংয়ে ভাল, বেস-এ ভাল। আর সামনে থাকবে উইলিয়ান, নেইমার, কুটিনহো, হেসুস- সবাই দারুণ ফুটবলার।” 

    “এরপর থাকলো ইউরোপের ঐতিহ্যবাহী দলগুলো। তবে স্পেনকে আমার সত্যিকারের একটা দল মনে হয়। একই দর্শনের খেলোয়াড়দের তারা একত্র করতে পেরেছে, তাদের খেলার ধরনের সঙ্গে মানিয়ে নেওয়াতে পেরেছে।” 

    “ইউরোপের অন্য দলগুলোর চেয়ে স্পেনের কন্ডিশন আমার কাছে ভাল মনে হয়। তবে দেখা যাক! আমার জন্য এটা দারুণ বিনোদনদায়ী হবে। ছুটিতে যাওয়ার আগে আমি সপ্তাহখানেকের জন্য রাশিয়া যাব।”

    দুইটি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা মরিনহো জাতীয় দলের দায়িত্ব নেননি, তবে বিশ্বকাপটা ঠিক মরিনহো-বিহীন কাটবে না তাহলে রাশিয়ায়! অন্তত দর্শক মরিনহো তো থাকবেনই!