• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    "প্রত্যাশার চেয়ে বেশি" প্রস্তাব পেয়েছেন ওয়েঙ্গার

    "প্রত্যাশার চেয়ে বেশি" প্রস্তাব পেয়েছেন ওয়েঙ্গার    

    আর্সেনাল-পরবর্তী যুগে কাজ করার জন্য প্রত্যাশার চেয়ে বেশি প্রস্তাব পেয়েছেন আর্সেন ওয়েঙ্গার। কোথায় করবেন, এটা নিয়ে সিদ্ধান্ত না নিলেও কাজ করে যেতে চান এই ফ্রেঞ্চ ম্যানেজার। এই মৌসুম শেষেই আর্সেনালের সঙ্গে ২২ বছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে ওয়েঙ্গারের, তিনবার প্রিমিয়ার লিগ ও রেকর্ড সাতবার এফএ কাপ জেতা ম্যানেজারের জন্য মৌসুমে বাকি আছে আর্সেনালের হয়ে আর দুইটি মাত্র ম্যাচ। 

    বুধবার লেস্টারের সঙ্গে তার শেষের আগের ম্যাচের সংবাদ সম্মেলনে ওয়েঙ্গারকে কাজের প্রস্তাব পেয়েছেন কিনা, সেটা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, “হ্যাঁ! প্রত্যাশার চেয়ে বেশিই পেয়েছি।” 

    তবে এই মুহুর্তে তার নজর শুধুই আর্সেনালের দিকে, “এ মুহুর্তে আমার কাজের দিকেই নজর দিচ্ছি শুধু। কোনও কিছু বিবেচনায় বা বিশ্লেষণেও আনছি না। এখানে চুক্তির শেষদিন পর্যন্ত কাজ করবো, তারপর কিছুদিনের বিশ্রাম। এরপর ভাবা যাবে, কোথায় যাব।” 

    “তবে এটা নিশ্চিত, আমি কাজ করে যাব। মস্তিস্ক সক্রিয় আছে, সে কাজ চায়। ম্যানেজমেন্টে আমার অভিজ্ঞতাও বিস্তর। মোদ্দা কথা, আমি কাজ করব। কিন্তু কী কাজ করবো, সেটা জানি না।” 

    ইংল্যান্ডের অন্য কোনও ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন কিনা, সেটা অবশ্য খোলাসা করেননি তিনি, “আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না এই মুহুর্তে। অন্য কোনও দলের দায়িত্ব নেওয়া কঠিন আমার জন্য। তবে এখনই সেটা বিবেচনায় আনছিও না।”

    ওয়েঙ্গার কোথায় যাবেন, সেই প্রশ্নর সঙ্গে উঠছে তার জায়গায় কে আসবেন সেটাও। স্কাই স্পোর্টস বলছে, তার উত্তরসূরির দৌড়ে জুভেন্টাস হেড কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি ও সাবেক বার্সেলোনা ম্যানেজার লুইস এনরিকে এগিয়ে আছেন।

    যত শীঘ্র সম্ভব তার উত্তরসূরির নাম ঘোষণার তাড়া দিয়েছেন ওয়েঙ্গার, “যত তাড়াতাড়ি হয়, ততই ভাল। মানুষের আশা দরকার, পরের মৌসুমের জন্য তো প্রস্তুতও হতে হবে।” 

    তবে অ্যালেগ্রি বা এনরিকের প্রশংসা করে তিনি বলেছেন, এক্ষেত্রে আর দশটা আর্সেনাল ভক্তের মতো করেই ভাববেন তিনি, “এরা খুবই যোগ্য, বেশ নাম-ডাক তাদের। আমি অবশ্য আরও সব আর্সেনাল ভক্তের মতোই হবো। তারা সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত অপেক্ষা করব, এরপর তাকে সমর্থন দিব ভাল করার জন্য।” 

    “কার এরপর ম্যানেজার হওয়া উচিৎ, সেটা নিয়ে আমি প্রকাশ্যে মন্তব্য করতে চাই না। এর চেয়ে বরং আমি নিরপেক্ষ থেকে ক্লাবকে পরামর্শ দিব, যদি তারা চায়।”