• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    'ট্রেবল' জিতল পিএসজি

    'ট্রেবল' জিতল পিএসজি    

    দুই দলের মাঝে ব্যবধানটা কত বেশি, সেটা এই পরিসংখ্যানই বুঝিয়ে দেবে। লা হারবিয়াসের বার্ষিক বাজেট ২ মিলিয়ন ইউরো, যা কিনা পিএসজির নেইমারের মাত্র ১৬ দিনের বেতন! তবে ফ্রেঞ্চ কাপের ম্যাচে এই ব্যবধানটা একেবারেই বুঝতে দিল না ফ্রান্সের তৃতীয় বিভাগের দল হারবিয়াস। পিএসজির সাথে সমানে সমান লড়াই করেও অবশ্য শেষ পর্যন্ত ২-০ গোলে হেরেছে তারা। এই জয়ে এবারের মৌসুমে ‘ট্রেবল’ জিতল পিএসজি।

     

     

    ম্যাচের বেশিরভাগ সুযোগ পিএসজির ফরোয়ার্ডই তৈরি করেছেন। প্রথম ১৫ মিনিটে তিনবার গোলের দেখা পেতে পারত পিএসজি, তবে জিওভানি সেলসোর দুটি ও কিলিয়ান এমবাপ্পের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। তিনবারের হতাশা ভুলে চতুর্থ আক্রমণে গোল পায় দলটি, ২৬ মিনিটে এগিয়ে দেন সেলসো। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শট এবার আর পোস্টে লাগেনি, ঠেকাতে পারেননি গোলরক্ষকও।

    প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও ছিল পিএসজির রাজত্ব। পুরো ম্যাচে হারবিয়াসের ফুটবলাররা বল নিজেদের পায়ে রাখতে পেরেছেন মাত্র ২৭ শতাংশ সময়, শটস অন টার্গেট ছিল ১! বেশিরভাগ সময়ই পিএসজির আক্রমণ সামলাতেই ব্যস্ত ছিল হারবিয়াসের রক্ষণভাগ। এমবাপ্পে ব্যবধান বাড়িয়েছিলেন বিরতির পরপরই, তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সেটা বাতিল করে দেন।

    ৭৪ মিনিটে বক্সের ভেতর কাভানিকে ফাউল করা হলে পেনাল্টি পায় পিএসজি। পেনাল্টি থেকে কোনো ভুল করেননি কাভানি। শেষ পর্যন্ত এই কাভানি, সেলসোর দুই গোলেই জয় নিশ্চিত হয় পিএসজির। এই নিয়ে লিগ কাপে টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকল পিএসজি, ২০১৪ সালের ২২ জানুয়ারি থেকে এখনো কাপের কোনো ম্যাচ হারেনি তারা।

     

    পিএসজির এই জয়ে নিজের ৩৮ তম শিরোপার দেখা পেলেন ডিফেন্ডার দানি আলভেজ। তবে ম্যাচের সময় পাওয়া ইনজুরি কিছুটা অস্বস্তিতে ফেলেছিল। মাঠে না থাকলেও দর্শকসারিতে বসে খেলা দেখেছেন নেইমার, ছিলেন উদযাপনেও। তবে ট্রফি উঁচিয়ে ধরার সময় হারবিয়াসের এই অসাধারণ যাত্রাকে সম্মান দেখিয়েছেন পিএসজি অধিনায়ক থিয়াগো সিলভা। তাঁর সাথে ট্রফি উঁচিয়ে ধরেছেন হারবিয়াস অধিনায়ক সেবাস্তিয়ান ফ্লোকোনও।