গ্রিজমানকে নিয়ে বার্সার আচরণে ক্ষুদ্ধ অ্যাটলেটিকো
তাঁর বার্সেলোনাতে আসার গুঞ্জনটা শোনা যাচ্ছে বহুদিন ধরেই। কয়েকদিন পরপরই সংবাদ মাধ্যমে আসছে, আঁতোইন গ্রিজমান নাকি খুব তাড়াতাড়িই অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সাতে আসছেন। সংবাদমাধ্যমের এই গুঞ্জনের পালে হাওয়া লাগাচ্ছে কাতালান ক্লাবটির প্রেসিডেন্ট জোসেপ বার্তোমেউ ও কর্মকর্তাদের বিভিন্ন মন্তব্যও। তবে এসব মন্তব্য ও গুজবে যারপরনাই খেপেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের নির্বাহী প্রধান মিগুয়েল গিল মার্টিন।
গ্রিজমানকে নিয়ে বার্সার আচরণে ক্ষুদ্ধ মার্টিন, ‘আসলে আমরা বার্সেলোনার আচরণে বিরক্ত হয়ে গেছি। তাদের প্রেসিডেন্ট আমাদের ফুটবলারকে নিয়ে যেভাবে কথা বলছে, এটা তো অ্যাটলেটিকোকে রীতিমত অসম্মান করা হয়! তারা এমন ধরনের কথা কেনো বলছেন সেটাই বুঝতে পারছি না।’
‘গ্রিজমান বিক্রির জন্য না’, এটা বহুবারই বলেছে অ্যাটলেটিকো। সেই পুরনো কথাটা আবারও বার্সেলোনাকে মনে করিয়ে দিলেন মার্টিন, ‘আমাদের অবস্থানটা পরিষ্কার। এটা তো প্রকাশ্যে বহুবার বলা হয়েছে। বার্সেলোনা প্রেসিডেন্টকেও আমি কয়েক মাস আগে বলেছিলান এসব। গ্রিজমানকে বিক্রির কোনো ইচ্ছাই আমাদের নেই, এটা নিয়ে আমরা আলোচনাও করতে চাই না এই মুহূর্তে। যথেষ্ট হয়েছে! আশা করি সবাই এখন চুপ থাকবেন, আমাদের ফুটবলারদের ফাইনালের প্রস্তুতি নিতে দেবেন।’