কম টেস্ট খেলতে চায় আয়ারল্যান্ড!
বহু প্রতীক্ষার পর এসেছে টেস্ট স্ট্যাটাস। যেখানে বেশি বেশি টেস্ট খেলার জন্য মুখিয়ে থাকে অন্য দেশগুলো, সেখানে সদ্যই পূর্ণ সদস্যপদ পাওয়া আয়ারল্যান্ড নাকি ঘরের মাঠে খুব বেশি টেস্ট খেলতে চায় না!
বেশি টেস্ট খেলতে না চাওয়ার কারণটা অবশ্য পুরোপুরি অর্থনৈতিক, জানালেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিট্রম, ‘আমাদের লক্ষ্য থাকবে আয়ারল্যান্ডে বছরে ২-১ টি টেস্ট খেলা। বাংলাদেশ, জিম্বাবুয়ে যখন টেস্ট খেলা শুরু করে, তখন তারা বছরে ৫-১০টি টেস্ট খেলত। এটা আসলে সময়সাপেক্ষ ব্যাপার, অনেক টাকা ও লাগবে আসলে। কম টেস্ট খেলা প্রথম কয়েক বছরে আমাদের জন্য উপকারী হবে।’
সময়ের সাথে সাথে টেস্টের সংখ্যা বাড়ানোর কথাও জানালেন ডিট্রম, ‘ টেস্টই ক্রিকেটের সেরা ফরম্যাট। দেশে এটাকে ব্র্যান্ড হিসেবে দাড় করানোর সময় এসেছে। কিন্তু সেটা হতে অনেক বছর সময় লাগবে।’
আগামী পরশু কাউন্টি ডাবলিনে হবে আইরিশ ইতিহাসের প্রথম টেস্ট। উইলিয়াম পোর্টারফিল্ডরা মুখোমুখি হবে পাকিস্তানের। এদিকে ডিট্রম জানিয়েছেন, ফিরতি সফরে পাকিস্তানে যেতে ইচ্ছুক তারা, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজের সিরিজটা দেখেছি। পিএসএলের ম্যাচও সেখানে হচ্ছে। অবশ্যই আমরা নিরাপত্তার সবকিছু দেখেশুনেই সিদ্ধান্ত নেবো। তবে নিকট ভবিষ্যতেই পাকিস্তান সফরে যেতে পারে আয়ারল্যান্ড।’