চার ম্যাচ নিষিদ্ধ রবার্তো
এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলোকে “আক্রমণ”-এর কারণে লাল কার্ড দেখা বার্সেলোনার সার্জি রবার্তোকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে লা লিগা কর্তৃপক্ষ।
এর ফলে বার্সেলোনার রাইট ব্যাক এই মৌসুমে লা লিগায় আর খেলতে পারবেন না। তিনি মিস করবেন ভিলারিয়াল, লেভান্তে ও রিয়াল সোদিয়াদের সঙ্গে ম্যাচগুলো। স্প্যানিশ সুপার কাপে সেভিয়ার সঙ্গে ম্যাচের প্রথম লেগেও থাকতে হবে মাঠের বাইরে।
আগেই লিগ জেতা বার্সেলোনার সঙ্গে রিয়ালের ম্যাচে বেশ আলোচিত ছিলেন রেফারি হার্নান্দেজ। তার মতে, রবার্তো লাল কার্ড দেখেছেন, “প্রতিপক্ষকে হাত দিয়ে প্রবল জোরে আক্রমণ করার জন্য, যখন বল খেলার মধ্যে তার নিকটে ছিল না।”
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ দিয়ে এই কান্ড ঘটিয়েছিলেন রবার্তো। মার্সেলোর সঙ্গে ঠোকাঠুকির পর হাত চালিয়ে দিয়েছিলেন তার ওপর।
ন্যু ক্যাম্পে ম্যাচটা ২-২ গোলে ড্র করে তাদের অপরাজিত থাকার রেকর্ডটা শেষ পর্যন্ত অক্ষুণ্ণই রাখতে পেরেছিল বার্সা। অবশ্য তাদের বাকি আছে এখনও তিন ম্যাচ, যে ম্যাচগুলোতেই রবার্তোকে পাবে না তারা।