• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সিটির রেকর্ডের রাতে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করল টটেনহাম

    সিটির রেকর্ডের রাতে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করল টটেনহাম    

    এক পয়েন্ট পেলেই ছোঁয়া হতো রেকর্ডটা। ম্যানচেস্টার সিটি অবশ্য ভেঙ্গেই ফেলল চেলসির সেই কীর্তি। ব্রাইটনকে ৩-১ গোলে হারিয়ে এই মৌসুমে সিটির পয়েন্ট দাঁড়াল ৯৭, যা প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ। সিটির সামনে হাতছানি দিচ্ছে আরেকটি রেকর্ড, শেষ ম্যাচ জিতলেই ১০০ পয়েন্টের মাইলফলক ছুঁবে পেপ গার্দিওলার দল।

    ২০০৪-০৫ মৌসুম শেষে হোসে মরিনহোর চেলসির পয়েন্ট ছিল ৯৫। গত ১৩ বছরে কেউ ছুঁতে পারেনি এই রেকর্ড। এই মৌসুমে অপ্রতিরোধ্য সিটি আভাস দিচ্ছিল সেটা ভাঙ্গার। মৌসুমের অন্তিম মুহূর্তে এসে মরিনহোর রেকর্ডটা শেষ পর্যন্ত ভেঙ্গেই দিলেন গার্দিওলা।

    চেলসির রেকর্ড ভাঙ্গার দিনে সিটি করেছে আরও দুটি কীর্তি। এই মৌসুমে ৩১ ম্যাচে সিটির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০৫। এর আগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছিল চেলসির, ২০০৯-১০ মৌসুমে তারা করেছিল ১০৩ গোল। ৩৭ ম্যাচের ৩১টিতেই জিতেছে সিটি, যা প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ।

    সিটির রেকর্ডের রাতে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে টটেনহাম। হ্যারি কেনে একমাত্র গোলে নিউক্যাসেল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে তারা। ৩৭ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৭৪। ১৯৯৫ সালের পর লন্ডনের ক্লাবদের মধ্যে সবার ওপরে থেকে লিগ শেষ করবে স্পারসরা।

    অন্যদিকে হাডার্সফিল্ড টাউনের সাথে ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়নস লিগ খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে গেলো চেলসির। ৩৭ ম্যাচে আন্তোনিও কন্তের দলের পয়েন্ট ৭০, সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭২। শেষ ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে জয় ছাড়াও ব্রাইটনের বিপক্ষে লিভারপুলের হারের প্রার্থনা করতে হবে ব্লুজদের।