• " />

     

    "আমরা করতে পারলে আশা করবো বড় বোর্ডরাও করবে"

    "আমরা করতে পারলে আশা করবো বড় বোর্ডরাও করবে"    

    “আর্থিক কারণে” বাংলাদেশের সঙ্গে এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে হওয়া সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এটি “দুর্ভাগ্যজনক” মন্তব্য করে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি বলেছেন, এ সিরিজের বিকল্প কিছুর প্রস্তাব এখনও তারা ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে পাননি। দেশের মাটিতে সব সিরিজই লাভজনক হয় না জানিয়ে তিনি আরও বলেছেন, “বড় বোর্ড”গুলোর কাছ থেকেও তারা “কমিটমেন্ট” রক্ষা করার প্রত্যাশা করেন। 

    ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ায় দ্বিপক্ষীয় কোনও সিরিজ খেলতে যায়নি বাংলাদেশ। দুইটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে যাওয়ার কথা ছিল এবার। আগের এফটিপিতেই ছিল এই সিরিজ। তবে ফুটবলের ভরা মৌসুমে সিরিজটি লাভজনক হবে না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে সিএ। 

    “এটা দুর্ভাগ্যজনক। তারা তাদের দিক থেকে দেখছে, বাণিজ্যিকভাবে কতটা উপযোগী হবে, এটা তারা হিসেব করছে, এটা অবশ্যই দুঃখজনক”, নিজাম বলছেন, “আমরা বিভিন্ন সময় যেসব সিরিজ আয়োজন করি, সব সিরিজই যে লাভজনক হয় তেমন কিন্তু না। তবুও অনেক দেশকে আতিথেয়তা দিতে হয়। আন্তর্জাতিক কমিটমেন্ট রক্ষা করতে গিয়ে অনেক দেশকে আতিথেয়তা দিতে হয়েছে। আর্থিক দিক দিয়ে খুব একটা লাভজনক অবস্থায় থাকিও না আমরা (সবসময়)। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এটা করতে সক্ষম হয়, আমরা আশা করব যে বড় বড় ক্রিকেট বোর্ডও এটা করবে।”

    তবে এই সিরিজ বাতিল হওয়ার পরও ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কে কোনও ঘাটতি হবে না বলেই আশা তার, “ক্রিকেট অস্ট্রেলিয়া নানা সময়ে আমাদের সহযোগিতা করেছে। আমরা টেস্ট মর্যাদা পাওয়ার পরে আমাদের সঙ্গে ওদের দ্বিপাক্ষিক প্রতিশ্রুতি ছিল। আম্পায়ার এডুকেশন, প্লেয়ার এডুকেশন এইগুলাতে তারা আমাদের সহযোগিতা করেছে। তারা এবারও বলেছে, আমাদের সঙ্গে সম্পর্ক যেটা আছে সেটা থাকবে, আগামীতে তা আরও উন্নত হবে।”

    সিরিজ বাতিলের ঘোষণার সঙ্গে শোনা গিয়েছিল, ২০১৯ সালের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির আগে বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে অস্ট্রেলিয়া। তবে এ ব্যাপারে কোনও আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি বিসিবি। তবে পরের এফটিপিতে বাংলাদেশের জন্য বাড়তি কিছু করতে পারে অস্ট্রেলিয়া।