• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    এমএলএসে পাড়ি জমাচ্ছেন রুনি?

    এমএলএসে পাড়ি জমাচ্ছেন রুনি?    

    ক্যারিয়ারের পুরোটা সময়ই কাটিয়েছেন ইংল্যান্ডেই। এভারটনের যুবদলে শুরু, মাঝে ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়েছেন ক্যারিয়ারের সেরা সময়। এই মৌসুমের শুরুতেই শৈশবের ক্লাব এভারটনে ফিরেছিলেন। তবে এক মৌসুম পরই হয়ত আবারও ঠিকানা বদলাচ্ছেন ওয়েইন রুনি। স্কাই এবং বিবিসির সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)-এর ডিসি ইউনাইটেডে পাড়ি জমাচ্ছেন ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা রুনি। ১২.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাকে দলে ভেড়ানোর ব্যাপারে ডিসি ইউনাইটেডও বেশ আশাবাদী।

     

     

    অবশ্য রুনি এবং এমএলএস নিয়ে গুঞ্জনটা যে এবারই প্রথম নয়। এই মৌসুমেই এলএ গ্যালাক্সি, অরল্যান্ডো ইউনাইটেড থেকেও প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে গত কয়েক সপ্তাহে ডিসি ইউনাইটেড চেয়ারম্যান জেসন লেভিনের সাথে রুনির এজেন্ট পল স্ট্র্যাটফোর্ডের একাধিক বৈঠক পালে হাওয়া যোগাচ্ছে এই গুঞ্জনের। ডিসি ইউনাইটেডের সাথে চুক্তি হয়ে গেলে ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন ৩২ বছর বয়সী স্ট্রাইকার। চুক্তির মেয়াদ ২০২০-২১ মৌসুম পর্যন্ত। রুনি যেমন প্রায় দুই দশক পর প্রিমিয়ার লিগ ছাড়ছেন, তেমনি প্রায় ২১ বছর পর এই মৌসুম শেষেই নিজেদের 'হোম' আরএফকে স্টেডিয়ামকে বিদায় জানাচ্ছে ডিসি ইউনাইটেড। আগামী মৌসুম থেকে অডি ফিল্ড স্টেডিয়াম হবে তাদের নতুন 'হোম গ্রাউন্ড'। লেভিনের আশা, ১৪ জুলাই নতুন 'হোম'-এ ভ্য্যানকুভারের সাথে নিজেদের প্রথম ম্যাচে ডিসির জার্সি গায়ে চাপিয়েই মাঠে নামবেন রুনি। ১০ জুলাই থেকে এমএলএস-এর দলবদল শুরু। সবকিছু ঠিকঠাক থাকলে তাই ডেভিড বেকহাম, স্টিভেন জেরার্ডদের মত রুনিও পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে।  

    ইউনাইটেডে কাটানো এক যুগেরও বেশি সময়ে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন (২৫৩)। প্রিমিয়ার লিগ জিতেছেন ৫ বার। ১বার করে জিতেছেন ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ এবং ক্লাব বিশ্বকাপ। ইংল্যান্ডের হয়ে স্যার ববি চার্লটনকে সরিয়ে হয়েছিলেন ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতাও (৫৩)। তবে এভারটনে যোগ দেওয়ার পরই অবসর নিয়েছিলেন জাতীয় দল থেকে। ফুটবলের