"আমাকে বললে আমিও বল টেম্পারিং করতাম"
অ্যালান বোর্ডারের মতো সিনিয়র ক্রিকেটার বল টেম্পারিং করতে বললে তিনি করতেন বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গার। বল টেম্পারিং কেলেঙ্কারিতে নয় মাসের জন্য নিষিদ্ধ হওয়া ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফটের ব্যাপারে বলতে গিয়ে এমন বলেছেন তিনি।
“অ্যালান বোর্ডার যদি আমাকে বল টেম্পারিং করতে বলতো, আমি করতাম। আমি করতাম, কারণ না করার সাহস হতো না আমার। তবে পার্থক্য হলো, অ্যালান বোর্ডার কখনোই আমাকে এটা করতে বলতো না, আর (এমন করলে) ববি সিম্পসন আমাকে মেরেই ফেলতো।”
কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের স্পটলাইটে ছিলেন ব্যানক্রফট। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত অনুযায়ী, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের নির্দেশনা পেয়েই এমন করেছিলেন তিনি। স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হলেও ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয়েছে নয় মাসের জন্য।
এই কেলেঙ্কারিতে কোচ ড্যারেন লেম্যান সম্পৃক্ত নন, এমন প্রমাণের পরও পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তারই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ১০৫ টেস্ট খেলা ল্যাঙ্গারকে।
১৯৯৩ সালে অভিষেকের পর বোর্ডারের অধীনে খেলেছেন ল্যাঙ্গার, তবে তার আমলে এমন কোনও ঘটার সুযোগ ছিলই না বলে দাবি ল্যাঙ্গারের, “খেলার ভাবমূর্তি নষ্ট করে, এমন কিছু কেউ করে তাকে সে মেরেই ফেলতো। ক্যামেরন ব্যানক্রফট দলে এসেই এমন সিদ্ধান্ত একা একাই নেওয়া হবে, আমার এটা বিশ্বাস হয় না।”
দায়িত্ব নেওয়ার পর ল্যাঙ্গার বলেছিলেন, এই নিষিদ্ধ তিন ক্রিকেটার যদি ‘অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড’ ধরে রেখে ফিরে আসতে পারেন দলে, তবে তাদেরকে স্বাগতই জানাবেন তিনি।