• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    বিশ্বকাপে খেলা হচ্ছে না আলভেজের

    বিশ্বকাপে খেলা হচ্ছে না আলভেজের    

    বিশ্বকাপের মাত্র কয়েকদিন বাকি থাকতে বড়সড় একটা ধাক্কা খেল ব্রাজিল, ধাক্কা খেলেন দানি আলভেজও। গত সোমবার কোপ ডি ফ্রান্সের ফাইনালে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন। তখনই জানা গিয়েছিল ইনজুরিতে পড়েছেন প্যারিস সেন্ট জার্মেই রাইটব্যাক। আজ নিশ্চিতভাবেই জানা গেল, সেই ইনজুরি থেকে দ্রুত সেরে ওঠার সম্ভাবনা নেই আলভেজের। ব্রাজিল দলকে তাই বিশ্বকাপে যেতে হচ্ছে আলভেজকে ছাড়াই। 

    পিএসজির পক্ষ থেকে অবশ্য ওই ম্যাচের পর জানানো হয়েছিল লিগে আর খেলতে না পারলেও বিশ্বকাপের আগে সময়মতোই সেরে উঠবেন আলভেজ। তবে ফক্স স্পোর্টস ব্রাজিল পরে জানিয়েছে আলভেজের সেরে উঠতে সময় লাগবে আরও অনেকদিন। ৩৫ বছর বয়সী রাইটব্যাকের বিশ্বকাপ থেকে ছিটকে পড়াটা তাই নিশ্চিত।

    হাঁটুর ক্রুশিয়েট লিগামেন্টের ইনজুরি নিয়ে আলভেজকে যেতে হবে শল্যবিদের ছুরির নিচে। সবমিলিয়ে সুস্থ্য হয়ে মাঠে ফিরতে প্রায় ৬ মাস সময় লেগে যেতে পারে আলভেজের। বিশ্বকাপের আগে ব্রাজিল দলে অবশ্য ইনজুরির হানা এবারই প্রথম নয়। মার্চে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলার সময় পা ভেঙে ফেলায় আরেক ফুলব্যাক ফিলিপও লুইজের বিশ্বকাপ খেলার সম্ভাবনাও ঝুলে রয়েছে সুতোর ওপর।