• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    ফাইনাল খেলার তিনদিন পরেই অবনমন!

    ফাইনাল খেলার তিনদিন পরেই অবনমন!    

    একেই বলে ভাগ্য! তিনদিন আগেই ইতিহাস গড়ে ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠেছিল তারা, পিএসজির সাথে সমান তালে লড়াইও হয়েছিল। সেই লা হারবিয়াসই পড়ল অবনমনের খড়গে। তৃতীয় বিভাগ থেকে চতুর্থ বিভাগে নেমে গেছে দলটি।

     

     

    এতদিন রেকর্ডটা ছিল নিমেস, আমিয়েন্স ও কুভিলির। ফরাসি ফুটবলের ইতিহাসের চতুর্থ ক্লাব হিসেবে তৃতীয় বিভাগে থেকে ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠে তাদের পাশে বসেছিল লা হারবিয়াস। ফাইনালে ২-০ গোলে হারলেও পুরো টুর্নামেন্ট জুড়েই ছিল তাদের চমক জাগানিয়া খেলার প্রদর্শনী। সেই খেলায় মুগ্ধ হয়ে ট্রফি উঁচিয়ে ধরার সময় পিএসজি অধিনায়ক থিয়াগো সিলভা পাশে নিয়েছিল হারবিয়াসের অধিনায়ক সেবাস্তিয়ান ফ্লোকোনকেও।

    ফাইনালে খেলার রেশ কাটতে না কাটতেই অবশ্য হারবিয়াসকে পেতে হয়েছে অবনমনের তিক্ত স্বাদ। বেজিয়ার্সের কাছে ৪-১ গোলে হেরে চতুর্থ বিভাগে নেমে গেছে তারা। তৃতীয় বিভাগে গত তিন বছর ধরে খেলছিল হারবিয়াস।