• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    লিভারপুল ছাড়ার ইচ্ছা নেই সালাহর

    লিভারপুল ছাড়ার ইচ্ছা নেই সালাহর    

    এই মৌসুমে আছেন অবিশ্বাস্য ফর্মে, দলও উঠেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। যে ক্লাবের হয়ে এত সাফল্য, প্রিমিয়ার লিগের বর্ষসেরা পুরস্কার জেতা মোহামেদ সালাহর সেই লিভারপুলে থাকা নিয়েই উঠেছে গুঞ্জন। অনেকের ধারণা, আগামী মৌসুমেই রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এই মিশরিয়ান। তবে সালাহ বলছেন, লিভারপুল ছাড়ার কোনো ইচ্ছাই নেই তার।

     

     

    দলবদল নয়, সালাহর ধ্যানে-জ্ঞানে শুধুই চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, ‘আমি লিভারপুলেই সুখে আছি। আর মাত্র দুটি ম্যাচ আছে মৌসুমের। রবিবার চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার ম্যাচ। এরপর চ্যাম্পিয়নস লিগের সেই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। লিভারপুল ছাড়ার কথা ভাবছি না। এই ক্লাবকে নিয়েই  অনেক ভবিষ্যৎ পরিকল্পনা আছে।’

    মৌসুমজুড়ে একের পর এক গোল করা সালাহ গত কয়েক ম্যাচে গোল পাননি। গোলখরা নিয়ে অবশ্য খুব বেশি মাথা ঘামাচ্ছেন না সালাহ, ‘লিগের দুই ম্যাচে গোল পাইনি। এটা আসলে বড় কোনো বিষয় না। এমনটা হতেই পারে। গোল না পাওয়া মানেই সবকিছু শেষ হয়ে যাওয়া নয়।’