• পাকিস্তান - আয়ারল্যান্ড সিরিজ
  • " />

     

    আয়ারল্যান্ডের 'হতে হতে হলো না' স্বপ্নের শুরু

    আয়ারল্যান্ডের 'হতে হতে হলো না' স্বপ্নের শুরু    

    ডাবলিন টেস্ট
    প্রথম দিনশেষে 
    পাকিস্তান ২৬৮/৬ (শফিক ৬২, শাদাব ৬১*, ফাহিম ৫২*, মারটাঘ ২/৩৩, থম্পসন ২/৫১, র‍্যাংকিন ২/৫৮)


    টেস্ট ক্রিকেটে আইরিশ ছেলেদের প্রথম ‘কার্যকর’ দিন আজ। শুরুটা স্বপ্নের, সে স্বপ্নেই এগিয়ে যাওয়া। শেষ মুহুর্তে খেই হারিয়ে ফেলেছে আয়ারল্যান্ড, পাকিস্তানের প্রতিরোধে। আয়ারল্যান্ডের জন্য দিনটা তাই হয়ে থেকেছে 'হতে হতে হলো না' স্বপ্নের দিন হিসেবেই! 

    বৃষ্টি, পরিকল্পনায় স্থির থেকে বোলিংয়ে স্বপ্নের শুরু। আসাদ শফিকের প্রতিরোধ ছাপিয়ে যাওয়া। ক্যাচ মিস। তার মাশুল গোণা। অভিষিক্ত ফাহিম আশরাফ ও শাদাব খানের প্রতিরোধে এলোমেলো হয়ে যাওয়া। আবার বৃষ্টি। আয়ারল্যান্ডের ছেলেদের প্রথম টেস্টের এখন পর্যন্ত সারাংশ। ৭ম উইকেটে ফাহিম-শাদাবের শতরানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান, তবে দ্বিতীয় নতুন বলের বাকি আছে ৪ ওভার। আয়ারল্যান্ড কতো কমের মাঝে পাকিস্তানকে আটকে দেবে, তার অনেকখানি নির্ভর করছে এর ওপরই। 

    টিম মারটাঘ ও বয়েড র‍্যাঙ্কিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুটা দারুণ করেছিল টসে জিতে ফিল্ডিং নেওয়া আয়ারল্যান্ড। আঁটসাঁট লাইনে আজহার আলিকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেছেন র‍্যাঙ্কিন, আয়ারল্যান্ডের প্রথম টেস্ট উইকেট! ইমাম-উল-হক এরপর এলবিডাব্লিউ মারটাঘের বলে, ১৩ রানেই ২ উইকেট নেই পাকিস্তানের। 

    হারিস সোহেল ও শফিক এরপর আয়ারল্যান্ডের তোপ সামলিয়েছেন কিছুক্ষণ। স্টুয়ার্ট থম্পসনকে এরপর প্রথম উইকেট দিয়েছেন হারিস, গালিতে পোর্টারফিল্ডকে ক্যাচ দিয়ে। মারটাঘ দ্বিতীয় উইকেট নিয়েছেন বাবর আজমকে ক্যাচ বানিয়ে, স্লিপে স্টার্লিংয়ের হাতে ধরার পড়ার আগে বাবর করেছেন ১৪। এরপর র‍্যাঙ্কিনের দ্বিতীয় উইকেট, পাকিস্তানের প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে একমাত্র ফিফটি করা আসাদ শফিকের। শর্ট বলে পুল করতে গিয়ে শর্ট মিড-উইকেটে ধরা পড়েছেন শফিক, ৬২ রানে। 

    ফাহিম-শাদাবের প্রতি-আক্রমণ এরপরই। অবশ্য ফাহিমের দুইটি ক্যাচ ছেড়েছে আয়ারল্যান্ড, শেষ পর্যন্ত ৭ চারে ৫২ রান করা তিনি আউট হতে পারতেন আগেই। শাদাব অপরাজিত ৬১ রানে। আলোক-স্বল্পতায় স্টার্লিংকেও স্পিনে এনেছিলেন পোর্টারফিল্ড, তবে খানিক বাদেই নেমেছে বৃষ্টি। আম্পায়াররা মাঠ ছেড়ে গেছেন, বজ্রপাতসহ বৃষ্টির বেগ বেড়েছে এরপর, শেষ হয়ে গেছে দিনের খেলাই।