• লা লিগা
  • " />

     

    কখনোই অবনমনে পড়েনি যে ১৯ ইউরোপিয়ান ক্লাব

    কখনোই অবনমনে পড়েনি যে ১৯ ইউরোপিয়ান ক্লাব    

    প্রথমবারের মতো অবনমনে পড়ল দল। সেই ঘটনার রেশ ধরেই পুড়ল স্টেডিয়াম। ৫৫ বছর ধরে বুন্দেসলিগায় টিকে থাকার অনন্য সেই রেকর্ডটি কাল হারিয়েছে হামবুর্গ। হামবুর্গ রেলিগেশনে পড়লেও ইউরোপে এখনো এমন ১৯ টি ক্লাব আছে যারা কখনোই দ্বিতীয় বিভাগে নেমে যায়নি।

    স্পেনঃ

    স্পেনে এখনো অবনমনের স্বাদ পায়নি মাত্র ৩টি দল। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও তাদের প্রতিষ্ঠার পর থেকেই খেলছে লা লিগায়। আরেক স্প্যানিশ ক্লাব এইবার অবশ্য কখনো রেলিগেশনে পড়েনি, তবে লা লিগার চেয়ে নিচু সারির লিগে খেলার অভিজ্ঞতা আছে তাদের।

     

     

     

     

    ইতালিঃ

    ইতালিতে কখনোই অবনমনের মুখ দেখেনি একটি মাত্র দল। ইন্টার মিলান আজ পর্যন্ত সব মৌসুমেই খেলেছে সিরি আতে।

    পর্তুগালঃ

    পোর্তো, বেনফিকা, স্পোর্টিং লিসবন; পর্তুগালের প্রিমাইরা লিগ থেকে কখনোই অবনমিত হয়নি এই তিন ক্লাব।

    স্কটল্যান্ডঃ

    স্কটিশ লিগে এখন পর্যন্ত রেলিগেশনের খড়গে না পড়া ক্লাব আছে দুটি, অ্যাবারডিন ও সেল্টিক।  

    হল্যান্ডঃ

    নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স, ফেইনুর্দ ও পিএসভি আইন্দহোভেন কখনোই অবনমনের তিক্ত স্বাদ পায়নি।

    গ্রিসঃ

    গ্রিক লিগের প্যান থেসালোনিয়ান অ্যাথলেটিক ক্লাব অফ কনস্টান্টিনোপল, অলিম্পিয়াকোস ও প্যানাথিনাকোস কখনোই অবনমনে পড়েনি।

    তুরস্কঃ

    ফেনেরবাচে, গ্যালাতাসারে ও বেসিকতাস, তিন ক্লাবই সবসময় খেলেছে দেশটির সর্বোচ্চ লিগ ‘সুপার লিগে’।  

    এই তালিকায় নেই ইংল্যান্ড ও ফ্রান্সের কোন ক্লাব। দুই লিগের সব দলই কোনো না কোনো মৌসুমে নেমে গিয়েছিল দ্বিতীয় বিভাগে।