• " />

     

    "মানসিকতায় অনেক উন্নতি হয়েছে ক্রিকেটারদের"

    "মানসিকতায় অনেক উন্নতি হয়েছে ক্রিকেটারদের"    

    ঘরোয়া ক্রিকেটে চোটের ব্যাপারে ক্রিকেটারদের আরও যত্নবান হতে বলছেন জাতীয় দলের ট্রেইনার মারিও ভিল্লাভারায়ন। চোটে পড়ে ম্যাচ মিস করলে আখেরে নিজেরই ক্ষতি, মনে রাখতে বলছেন এই সরল মন্ত্রটাই। তবে তাদের মানসিকতায় ব্যাপক উন্নতি দেখছেন তিনি। 

    ফুটবল খেলতে গিয়ে সম্প্রতি চোট পেয়েছেন নাসির হোসেন ও মুশফিকুর রহিম। তবে ভিল্লাভারায়নের অধীনে কেউ এভাবে চোট পাননি বলেই দাবি তার, “আমার সঙ্গে ওরা যখন খেলে, তখন তারা আমার গাইডলাইন মেনেই খেলে। তবে ঘরোয়াতে কী হয়, সেটা তো আমি জানি না। এটা খুবই ঝুঁকিপূর্ণ, যতখানি সম্ভব এড়িয়ে চলা উচিৎ। জাতীয় দলে বড় ধরনের চোট শুধু মুস্তাফিজেরই হয়েছিল, সেটাও খেলা শেষে হেঁটে ফেরার সময়।” 

    “দায়িত্বটাই সবচেয়ে বড়। যদি ঘুম থেকে উঠে ফুটবল খেলতে গিয়ে একটা বিশ্বকাপ মিস করে, তাহলে নিজেদের দায়িত্বটা নিজেকেই নিতে হবে। তারা এটা জানে, এবং বুঝে। ঘরোয়া ক্রিকেটেও এই দায়িত্বটা নিতে হবে, মেনে চলতে হবে।” 

     

     

    নিদাহাস ট্রফির পর আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে কন্ডিশনিং ক্যাম্প। ক্রিকেটারদের ফিটনেসের প্রক্রিয়াটা চলমান, “তাদের কী অবস্থা, সেটাই বুঝতে চেষ্টা করছি। যাদের অবস্থা একটু কম ভালো, তাদের সঙ্গে কাজ করতে হবে। শুরু থেকে আমি এটাই করবো। আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টির সময়ও এটা বজায় থাকবে, ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগ পর্যন্ত।” 

     

    চোট কাটিয়ে ক্রিকেটাররা দৌড়ও শুরু করেছেন, “তাসকিন, মুশফিক, মাহমুদউল্লাহ, তামিম- সবাই আগেই কাজ শুরু করেছে। ফিরে আসছে, যা করার সেটাই করেছে। তামিম অবশ্যই একা একা অন্য কিছুও করেছে।” 

    তাকে ছাড়াই ক্রিকেটারদের এই সচেতনতা তৃপ্তি দিচ্ছে শ্রীলঙ্কান ট্রেইনারকে, “এই চার বছরে ছেলেদের অনেক উন্নতি হয়েছে। আমি কলম্বো থাকতেই যখন শুনলাম, তামিম নিজে থেকেই অনুশীলন করছে, এটা দারুণ ভাল লাগার সংবাদ ছিল। কারণ শুরুতে আমি এটাই চাই, ছেলেরা দায়িত্ব নিক, নিজে থেকেই কাজ করা শুরু করুক। তাদের মানসিকতায় যে বড় উন্নতি হয়েছে, আমি সে কারণেই এটা বলছি। শুরুতে কঠোর পরিশ্রম করতে হবে, তাদেরকে শেখাতে হবে, তারা কী করতে পারে- এই শিক্ষাটা দিতে হবে।” 

    “তাদের মধ্যে এটা দেখা যাচ্ছে এখন। যখন আমি থাকব না, তারা যাতে এই কাজটাই চালিয়ে যায়- আমার চাওয়া এটাই।”