• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ১০০ পয়েন্টের রেকর্ড গড়ল সিটি, রেকর্ড গড়লেন সালাহও

    ১০০ পয়েন্টের রেকর্ড গড়ল সিটি, রেকর্ড গড়লেন সালাহও    

    রেকর্ড গড়ার মৌসুমের শেষ দিনেও ম্যানচেস্টার সিটির সামনে ছিল নতুন কিছু করে দেখানোর সুযোগ। আজ সাউদাম্পটনকে হারালেই প্রিমিয়ার লিগের প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট ছোঁয়া হত পেপ গার্দিওলার দলের। মৌসুম জুড়ে দাপট দেখালেও আজ সেইন্ট ম্যারিস স্টেডিয়ামে সাউদাম্পটনকে হারানোর  কাজটা অবশ্য কঠিনই হয়ে গিয়েছিল তাদের। শেষ পর্যন্ত সেই গোলটা আসলো ৯৪ মিনিটে! জালে বল জড়িয়েই গ্যাব্রিয়েল হেসুস খুলে ফেললেন জার্সি। অথচ লিগ শেষ হয়ে গেছে বহু আগেই, এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও গড়া হয়ে গেছে কয়েকদিন আগে। এই উদযাপন আরও বড় কিছুর জন্য! প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট ছোঁয়ার। 

    আগের সপ্তাহে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনকে হারিয়ে টপ ফ্লাইট ফুটবলে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড ছুঁয়েছিল সিটি। আজ সেই রেকর্ডটা নিজেদের করে নিয়েছে তারা। এক মৌসুমে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এখন সিটিজেনদেরই। সাউদাম্পটনকে হারিয়ে মৌসুমের ৩২ তম জয় পেয়েছে গার্দিওলার দল।   

     

     

    ইংল্যান্ডে মৌসুমটা যত বেশি ম্যানচেস্টার সিটির, ঠিক ততোটাই মোহাম্মদ সালাহরও। পিএফএর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন আগেই। আজ হয়েছেন খেলোয়াড়দের দেওয়া ভোটে মৌসুমের সেরা খেলোয়াড়। লিগের শেষ দিনে সিটির মতো সালাহকেও নতুন আরেকটা রেকর্ড হাতছানি দিচ্ছিল। সালাহ অবশ্য অপেক্ষা করেননি খুব বেশিক্ষণ। ২৬ মিনিটেই গোল করে একটা প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় নিজেকে নিয়ে গেছেন সবার ওপরে। ৩২ গোল দিয়ে ২০ ম্যাচের লিগে সালাহই এখন প্রিমিয়ার লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

    সালাহ রেকর্ডের দিনে ব্রাইটনের বিপক্ষে বড় জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগের চতুর্থ স্থানটা নিশ্চিত করেছে লিভারপুল।   অ্যানফিল্ডে ব্রাইটন হেরেছে ৪-০ গোলে। সালাহর পর গোল করেছেন লভ্রেন, সোলাংকে আর রবার্টসন।