লন্ডনের রোমাঞ্চ-বিষাদে শেষ প্রিমিয়ার লিগ
ছয় বছর আগে প্রিমিয়ার লিগের শেষ দিন। ম্যান সিটির ওই শেষ মুহূর্তের গোলে শিরোপা জেতার মতো অলৌকিক কিছু হয়তো আর কখনোই ফিরে আসবে না। আজ অবশ্য ওরকম কিছু হওয়ারও ছিল না, শিরোপা তো অনেক আগে থেকেই নির্ধারিত। তবে প্রিমিয়ার লিগের শেষ দিনে নাটক হবে না, তা কী হয়? টটেনহগাম-লেস্টারের ম্যাচ সেই আক্ষেপ ঘুঁচিয়ে দিল। নিউক্যাসলের কাছে চেলসির ৩-০ গোলের হারে যেমন বিস্ময় আছে, ওয়েঙ্গার ও ক্যারিকের শেষ ম্যাচে বিদায়ের রাগিণী বেজেছে প্রিমিয়ার লিগে।
টটেনহাম অবশ্য চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছিল আগেই, আজকের ম্যাচ থেকে সেভাবে পাওয়ার কিছু ছিল না তাদের। তবে লামেলা পেয়েছেন অনেক কিছুই। চোট আর ফর্মহীনতায় টটেনহামে থিতু হতে পারেননি একদমই, তবে আজ সুযোগ পেয়েছিলেন শুরু থেকে খেলার। সেটা কাজে লাগিয়েছেন ভালোভাবেই। ম্যাচের ৪ মিনিটেই লেস্টারের হয়ে গোল করেন জেমি ভার্ডি। ৩ মিনিট পরেই সমতা ফেরান হ্যারি কেন।
এর পর রিয়াদ মাহরেজ ও কেলেচি ইহেনাচোর কল্যাণে ৩-১ গোলে এগিয়ে যায় লেস্টার। তার পরেই ফিরে আসে টটেনহাম। হ্যাটট্রিকই করে ফেলেছিলেন লামেলা, দ্বিতীয় গোলটা ক্রিস্টিয়চান ফুকসের গায়ে লেগে যাওয়ায় সেটা আত্মঘাতী গোল হিসেবেই লেখা হয়েছে। ৪-৩ গোলে এগিয়ে গেছে স্পার্স, তবে নাটক তখনও বাকি। ভার্ডি আবার গোল করায় ম্যাচে সমতা ফেরে ৪-৪ গোলে। এরপর হ্যারি কেন লিগে নিজের ৩০তম গোল কর এনে দেন ৫-৪ গোলের লিড। সেটাই যথেষ্ট হয়ে যায় জয়ের জন্য।
অথচ লন্ডনের আরেক প্রান্ত তখন বেদনায় নীল। চ্যাম্পিয়ন্স লিগের জন্য আজকের ম্যাচটা শুধু নিউক্যাসলের সাথে জিতলেই চলত না চেলসির, হারতে হতো লিভারপুলকেও। কিন্তু নিজেদের কাজটাই তারা ঠিকমতো করতে পারেনি। ২৩ মিনিটে নিজেদের মাঠে ডুইট গেইলের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। এর মধ্যে লিভারপুলও এগিয়ে গেছে, চেলসি বোধ হয় হতোদ্যম হয়ে গেছে তাতেই। ৫৯ ও ৬৩ মিনিটের দুই গোলে আইজো পেরেজ নিউক্যাসলকে এনে দিয়েছেন দারুণ জয়, আর নিশ্চিত করেছেন চেলসির সর্বনাশ। পাঁচ হয়ে চেলসিকে এখন খেলতে হবে ইউরোপা লিগ।
তবে লন্ডনের আরেক ক্লাবের কাছে জয়-পরাজয় এই ম্যাচে গুরুত্বপূর্ণ ছিল অন্যকিছু। আর্সেন ওয়েঙ্গারের আর্সেনালের হয়ে শেষ ম্যাচ, হাডার্সফিল্ডের মাঠে বেজেছিল বিদায়ের বিউগল। ২২ বছর পর ওয়েঙ্গার ছাড়ছেন আর্সেনাল ডাগআউট, ২২ মিনিটে দাঁড়িয়ে হাডার্সফিল্ডের মাঠের সব দর্শক সম্মান জানিয়েছেন ওয়েঙ্গারকে। পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের একমাত্র গোলেই জয় পেয়েছে আর্সেনাল। প্রিমিয়ার লিগে এইবছর এটাই আর্সেনালের প্রথম প্রতিপক্ষের মাঠে জয়, বিদায়টা এর চেয়ে ভালো আর চাইতে পারতেন না ওয়েঙ্গার। ষষ্ঠ হয়েই লিগ শেষ করেছে আর্সেনাল।
মাইকেল ক্যারিকের বিদায়টা হয়েছে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডেই। এক যুগ ধরে ইউনাইটেড মিডফিল্ড সামাল দিয়েছেন, জিতেছেন ১৮টি ট্রফি। আজ শেষ বারের মতো মাঠে নেমেছিলেন লাল জার্সি গায়ে, ৩৪ মিনিটে মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে নিশ্চিত হয়েছে ইউনাইটেডের জয়।