প্রিমিয়ার লিগের শীর্ষ ৫ গোলদাতা
শেষ হয়েছে প্রিমিয়ার লিগের আরেকটি মৌসুম। ম্যানচেস্টার সিটি রেকর্ড গড়েছে একের পর এক। লিভারপুলের হয়ে মোহাম্মদ সালাহ হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। গতবারের চ্যাম্পিয়নস চেলসির জায়গা হয়নি লিগের শীর্ষ চারেই। তাই খেলতে হবে ইউরোপা লিগ। এক নজরে সেই পরিসংখ্যানগুলোই দেখে নেওয়া যাক।
সর্বোচ্চ গোলদাতা
১. মোহাম্মদ সালাহ
২. হ্যারি কেইন
৩. সার্জিও আগুয়েরো
৪. জেইমি ভার্ডি
৫. রাহিম স্টার্লিং
চ্যাম্পিয়নস লিগ
১. ম্যানচেস্টার সিটি
২. ম্যানচেস্টার ইউনাইটেড
৩. টটেনহাম হটস্পার
৪. লিভারপুল
ইউরোপা লিগ
১. চেলসি
২. আর্সেনাল
৩. বার্নলি (বাছাইপর্ব)
অবনমন
১. স্টোক সিটি
২. ওয়েস্টব্রমউইচ আলবিওন
৩. সোয়ানসি সিটি