ফ্রেঞ্চ লিগে বর্ষসেরা নেইমার
ইনজুরির কারণে মৌসুমের শেষ তিনমাস মাঠে নামতে পারেননি। তবে শুরুর ভাগের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই ফ্রেঞ্চ লিগের বর্ষসেরার পুরস্কার জিতলেন পিএসজির নেইমার।
রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে এসেছিলেন পিএসজিতে। ক্লাবের হয়ে খেলেছেন ২০ ম্যাচ, গোল করেছেন ১৯টি, অ্যাসিস্ট করেছেন ১৫ বার। সব টুর্নামেন্ট মিলিয়ে ৩০ ম্যাচে তার গোল ২৮, অ্যাসিস্ট ১৯টি।
বর্ষসেরা হওয়ার দৌড়ে নেইমার পেছনে ফেলেছেন পিএসজি সতীর্থ এডিসন কাভানি, কিলিয়ান এমবাপ্পেকে। নেইমারের হাতে পুরস্কারটা তুলে দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।
পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন উঠেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন নেইমার। তবে এই মুহূর্তে দলবদল নয়, বিশ্বকাপ নিয়েই ভাবছেন নেইমার, ‘যখনই দলবদলের মৌসুম আসে, এসব কথা শুরু হয়। আমি এই মুহূর্তে এসব নিয়ে কথা বলতে চাই না। সবাই জানে আমি পিএসজিতে কেনও এসেছি। এই মুহূর্তে আমার একটাই লক্ষ্য, বিশ্বকাপ। দলবদল নিয়ে কিছু বলতে চাই না।’