"মেসির 'ম্যাজিক সার্কেলে' নেই ইকার্দি"
গত কয়েক মৌসুমেজুড়েই ইন্টার মিলানে আছেন দুর্দান্ত ফর্মে। তবে ক্লাব ফুটবলের এই পারফরম্যান্সের পড়েও জাতীয় দলে অনেকটাই ব্রাত্য আর্জেন্টিনার মাউরো ইকার্দি। বিশ্বকাপের বাকি আর একমাস। সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড হার্নান ক্রেসপো বলছেন, লিওনেল মেসির ‘বন্ধুতালিকায়’ না থাকায় আর্জেন্টিনার বিশকাপ স্কোয়াডে নাও থাকতে পারেন তিনি!
ইন্টারের হয়ে এই মৌসুমে ইকার্দি করেছেন ২৮ গোল। ১৯৫৮-৫৯ মৌসুমে আন্তোনিও আনগেলিলো ৩৩ গোলের রেকর্ডের পর এটাই ইন্টারের হয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল। কিন্তু এমন পারফর্ম করেও তার জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন হবে বলেই গোল ডটকমকে জানিয়েছেন ক্রেসপো, ‘সে মেসির ‘ম্যাজিক সার্কেলের’ অংশ নয়। আর্জেন্টিনা দল এখন এই সার্কেলেই চলছে। এসব কারণেই হয়ত সে ক্লাবে এমন পারফর্ম করেও রাশিয়া বিশ্বকাপে যেতে পারবে না দলের সাথে। তার মতো স্ট্রাইকার দলে খুব প্রয়োজন, তবে মেসি ও সাম্পাওলি এটার সাথে একমত না।’
মেসি-রোনালদোর পর ইকার্দিই হতে পারে বিশ্বসেরা, মানছেন ক্রেসপো, ‘ডি বক্সের ভেতরে তার চেয়ে ভালো আর কেউ নেই। পায়ে বল পেলে সে ভয়ংকর হয়ে ওঠে। মেসি-রোনালদোর পর সেই সেরা হতে পারে। তার নিয়মিত দলে সুযোগ পাওয়া উচিত।’
সোমবার ঘোষণা করা হতে পারে আর্জেন্টিনার ৩০ জনের বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড।