• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ব্রাজিল ঘোষণা করল ২৩ জনের দলই

    ব্রাজিল ঘোষণা করল ২৩ জনের দলই    

    বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার শেষদিন আজ। বাকি প্রায় সব দলই ৩০ বা ৩৫ দলের সদস্যের দল ঘোষণা করলেও ব্রাজিল কোচ তিতে একবারেই ঘোষণা করে দিয়েছেন ২৩ জনের দল।  তিতের দলে অনুমিত সবারই জায়গা হয়েছে। চমক বলতে এক ডেভিড লুইজের না থাকা। আগের বিশ্বকাপে ব্রাজিলের মূল দলে থাকলেও এবার জায়গা হয়নি লুইজের। দলে জায়গা হয়নি জুভেন্টাস লেফটব্যাক অ্যালেক্স সান্দ্রোরও। ইনজুরির কারণে আগে থেকেই দানি আলভেজ বাদ পড়েছিলেন, তিনিও নেই দলে। তবে ফিলিপে লুইজ সময়মতো সুস্থ্য হয়ে উঠে ফিরেছেন বিশ্বকাপ দলে। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা ফুটবলের সবচেয়ে বড় আসরের আগে ফেরত পেয়েছে নেইমারকেও।




    গোলরক্ষকঃ অ্যালিসন (রোমা), এডারসন (ম্যান সিটি) কাসিও (করিন্থিয়াস)

    ডিফেন্ডারঃ মিরান্ডা (ইন্টার মিলান) মার্কিনহস (পিএসজি), থিয়াগো সিলভা(পিএসজি), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ফ্যাগনার (করিন্থিয়াস) ফিলিপে লুইস (অ্যাটলেটিকো মাদ্রিদ), পেদ্রো জেরোমেল, দানিলো (ম্যান সিটি)

    মিডফিল্ডারঃ কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফার্নান্দিনহো (ম্যান সিটি), পাউলিনিয়ো (বার্সেলোনা), রেনাতো অগুস্তো (বেইজিং গুয়ান), কুতিনিয়ো (বার্সেলোনা), উলিয়ান (চেলসি), ফ্রেড (শাখতার দোনেতস্ক)

    ফরোয়ার্ডঃ গ্যাব্রিয়েল হেসুস (ম্যান সিটি), রবার্তো ফিরমিনো (লিভারপুল), ডগলাস কস্তা (জুভেন্টাস), নেইমার (পিএসজি), টাইসন (শাখতার)