নিষেধাজ্ঞা বাড়ায় বিশ্বকাপ খেলা হচ্ছে না গেরেরোর
বিশ্বকাপের একমাস আগে যে এরকম কিছু হবে, পাওলো গেরেরো হয়ত দুঃস্বপ্নেও ভাবেননি। কোকেন সেবনের দায়ে ৬ মাসের নিষেধাজ্ঞা ১০ দিন আগে শেষ হওয়ায় নিচ্ছিলেন বিশ্বকাপের প্রস্তুতি। এমন সময় জানতে পারলেন, নিষেধাজ্ঞা বাড়ছে আরও ৮ মাস! ফলে রাশিয়া বিশ্বকাপে খেলতে পারবেন না পেরু অধিনায়ক।
গত বছরের ৬ অক্টোবর আর্জেন্টিনার বিপক্ষে বাছাইপর্বে ম্যাচে কোকেন সেবনের অপরাধে ১ বছরের জন্য নিষিদ্ধ হন গেরেরো। এরপর ফিফার কমিটি সেই নিষেধাজ্ঞা কমিয়ে ৬ মাসে নিয়ে আসে। সেই নিষেধাজ্ঞা শেষ হয়েছে এই মাসেই। বিশ্বকাপ খেলা নিয়েও তাই কোনো শঙ্কা ছিল না।
কিন্তু বিশ্বকাপ শুরুর একমাস আগে নতুন করে গেরেরোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি। চায়ের সাথে কোকেন জাতীয় দ্রব্য সেবনের অভিযোগে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে আরও ৮ মাস। ১৯৮২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে পেরু। গেরেরোর এই নিষেধাজ্ঞায় বিশ্বকাপ মিশন শুরুর আগে বেশ বড় ধাক্কাই খেল দেশটি।